পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন
Published: 19th, November 2025 GMT
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
তবে, কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৮০০ পয়েন্টের ঘরে নেমেছে।
আগের কার্যদিবসের চেয়ে বুধবার ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে বুধবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেন হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.
এদিন ডিএসই শরিয়াহ সূচক ১১.৭৪ পয়েন্ট বেড়ে ১০২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩১০টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
এদিন ডিএসইতে মোট ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৩২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৪.৯৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৯.৭১ পয়েন্ট বেড়ে ৮৬৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.৬৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৫টি কোম্পানির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত আছে ১০টির।
সিএসইতে ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসই ড এসই
এছাড়াও পড়ুন:
সিএসইর কমোডিটি এক্সচেঞ্জের উন্নয়নে মালয়েশিয়া সহযোগিতা করবে: রাষ্টদূত
দেশের প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। এ কাজে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সার্বিক সহযোগিতা করবে মালয়েশিয়া। চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয় পরিদর্শনকালে এমন মন্তব্য করেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
কৃষিবিদ সিডের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয় পরিদর্শন করেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান। এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রতিষ্ঠানটির বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত তুলে ধরেন। তিনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্লাটফর্ম চালুকরণের লক্ষ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগিতার আশা ব্যক্ত করেন।
তিনি রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ কমোডিটি ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশ মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল (অপরিশোধিত পাম তেল) আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়া সিএসই কমোডিটি প্লাটফর্মে ভবিষ্যতে ক্রুড পাম অয়েলের (অপরিশোধিত পাম তেল) ফিউচারস চালু করার আশা রাখছে।
আলোচনায় মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, বাংলাদেশের কাপিট্যাল মার্কেট বিশেষ করে কমোডিটি মার্কেটের ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা প্রদান করবে মালয়েশিয়া। এছাড়া দক্ষতা উন্নয়ন, তথ্যের আদান-প্রদান, ব্যবসায়িক উন্নয়নে কাজ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার, মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এনটি/বকুল