সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে একটি বিষয় বেশ গুরুত্ব পাচ্ছে। সেটি হলো, সৌদি অত্যাধুনিক এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চায়। তা–ও একটি–দুটি নয়, ৪৮টি। সৌদির এ পরিকল্পনা অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ–৩৫ যুদ্ধবিমান কিনতে চাইছে। কিন্তু ওয়াশিংটনের আগের প্রশাসনগুলো এ বিষয়ে খুব একটা সায় দেয়নি। বিশ্লেষকদের অনেকের মতে, এর বড় কারণ ইসরায়েলের ঘোরতর আপত্তি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রামুতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকূল গ্রামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রামু থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম বলেন, ‘‘জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তর শ্রীকূল গ্রামের বাসিন্দা সন্তোষ বড়ুয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রনতোষ ও রুবেল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সন্তোষ বড়ুয়া গত ২৪ মার্চ আদালতে চাঁদাবাজি মামলা করেন। মামলার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’’

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে আগুন দিল সন্ত্রাসীরা

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

তিনি আরো বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’’

মামলার বাদী সন্তোষ বড়ুয়া বলেন, “জমি-সংক্রান্ত বিষয়ে তারা আমার ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছিল। চাঁদা না দিতে চাইলে আমাকে মারধর করে হুমকি দেয়। নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে মামলা করেছি।”

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ