১০ জেলায় শৈত্যপ্রবাহ, চলতে পারে আজও
Published: 11th, January 2025 GMT
মাঝদুপুরে রোদের উঁকিঝুঁকি বেড়েছে। কুয়াশার দাপটও একটু কম। টানা চার দিনের তীব্র শীতের কষ্ট অন্তত দিনের বেলা কিছুটা কমেছে। তবে বিকেলের পর থেকে শীতের দাপট খুব একটা কমেনি। গতকাল শুক্রবারও দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় কনকনে শীতের বাতাস ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে শীতের বাতাস তীব্র থাকতে পারে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ওই ১০ জেলাসহ বিভিন্ন স্থানে। সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের রোদের দাপটও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ তাপমাত্রা কিছুটা কমলেও শীত বেশি থাকতে পারে। আজ সকাল ও রাতে কুয়াশা বেড়ে যেতে পারে। এতে কোথাও কোথাও রোদ বাড়লেও শীতের অনুভূতি বেশি থাকতে পারে। কুয়াশার দাপটে আজ বিকেল থেকে স্থল, নৌ ও আকাশপথে যান চলাচল ব্যাহত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ চলার পর আগামীকাল রোববার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এতে আগামী কয়েক দিন শীত কমতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুরাদনগরে গ্রেপ্তার শাহ পরান কারাগারে
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শাহ পরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার আদালতের বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। শাহ পরান ধর্ষণ মামলায় গ্রেপ্তার ফজর আলীর আপন ভাই।
পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে মুরাদনগরে ধর্ষণের অভিযোগে ফজর আলী ও এক নারীকে ঘরের ভেতর মারধর করা হয়। এ সময় তাদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় ওই নারী মুরাদনগর থানায় প্রথমে ধর্ষণ এবং দু’দিন পর পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরই মধ্যে ধর্ষণের মামলায় ফজর আলীকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হন সুমন, রমজান, আরিফ ও অনিক। তারা তিন দিনের পুলিশ রিমান্ডে আছেন।
ওই নারী পরে সাংবাদিকদের বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় হয়। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে ঢুকে তাঁকে ‘ধর্ষণ’ করে। অন্যরা তাঁকে নির্যাতন করে ভিডিও করে।
এর আগে র্যাব গত বৃহস্পতিবার বিকেলে শাহ পরানকে বুড়িচং থেকে গ্রেপ্তার করে শুক্রবার মুরাদনগর থানায় হস্তান্তর করে।
মুরাদনগর থানার ওসি বলেন, রোববার শাহ পরানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। শাহ পরান ভিডিও ভাইরাল করার পরিকল্পনাকারী।