১০ জেলায় শৈত্যপ্রবাহ, চলতে পারে আজও
Published: 11th, January 2025 GMT
মাঝদুপুরে রোদের উঁকিঝুঁকি বেড়েছে। কুয়াশার দাপটও একটু কম। টানা চার দিনের তীব্র শীতের কষ্ট অন্তত দিনের বেলা কিছুটা কমেছে। তবে বিকেলের পর থেকে শীতের দাপট খুব একটা কমেনি। গতকাল শুক্রবারও দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় কনকনে শীতের বাতাস ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে শীতের বাতাস তীব্র থাকতে পারে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ওই ১০ জেলাসহ বিভিন্ন স্থানে। সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের রোদের দাপটও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ তাপমাত্রা কিছুটা কমলেও শীত বেশি থাকতে পারে। আজ সকাল ও রাতে কুয়াশা বেড়ে যেতে পারে। এতে কোথাও কোথাও রোদ বাড়লেও শীতের অনুভূতি বেশি থাকতে পারে। কুয়াশার দাপটে আজ বিকেল থেকে স্থল, নৌ ও আকাশপথে যান চলাচল ব্যাহত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ চলার পর আগামীকাল রোববার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এতে আগামী কয়েক দিন শীত কমতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।