মালয়েশিয়া-থাইল্যান্ড সামুদ্রিক সীমান্তের কাছে আজ রবিবার মিয়ানমার, বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়ের অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত ছয়জন জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন:

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার 

কু‌ড়িগ্রাম সীমান্তে ১১ রো‌হিঙ্গা আটক

মালয়েশিয়ার কেদাহ ও পার্লিস রাজ্যের সমুদ্র কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা জানান, নৌকাটি মিয়ানমারের বুথিডং থেকে প্রায় ৩০০ জনকে বহনকারী একটি জাহাজের অংশ ছিল, পরে চোরাকারবারিরা মালয়েশিয়ার জলসীমার কাছাকাছি আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে। তিন দিন আগে, যখন তারা সীমান্তের দিকে এগিয়ে আসছিল, তখন দলটিকে সিন্ডিকেট বিভক্ত করে তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে।

মালয়েশিয়ার কেদাহ পুলিশ প্রধান দাতুক আদজলি আবু শাহ জানান, লাংকাউইয়ের সাগর থেকে উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিনজন মিয়ানমারের পুরুষ, দুইজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। তবে মরদেহটি একজন রোহিঙ্গা নারীর। 

তিনি আরো জানান, অন্য দুটি নৌকার অবস্থা জানা যায়নি। মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) ও মেরিন পুলিশ ফোর্সের (পিপিএম) সহায়তায় আরো হতাহত এবং বাকি নিখোঁজ নৌকাগুলোকে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা প্রায়ই নির্যাতনের শিকার হয় এবং তাদের দক্ষিণ এশিয়ার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়, যার ফলে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ ব স

এছাড়াও পড়ুন:

অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন: ভাবনা

ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই প্ল্যাটফর্মেই নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।  

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব ভাবনা। নিয়মিত ছবি ও নিজের ভাবনার টুকরো এ মাধ্যমে প্রকাশ করে থাকেন। ফলে অনেক সময় কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রী। এবার ‘অকৃতজ্ঞদের’ নিয়ে নিজের অবস্থানের জানান দিলেন ভাবনা। 

আরো পড়ুন:

গাজীপুরে এএ ইয়ার্ন মিলস বন্ধ ঘোষণা

নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, জলকামান দিয়ে সরাল পুলিশ

শুক্রবার (৭ নভেম্বর) ভাবনা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “আপনি যতই দয়ালু, যত্নশীল বা উদার হোন না কেন, একজন অকৃতজ্ঞ মানুষের জন্য তা কখনোই যথেষ্ট হবে না। আপনি কখনো অকৃতজ্ঞ একজন মানুষকে সন্তুষ্ট করতে পারবে না।” 

খানিকটা ব্যাখ্যা করে ভাবনা বলেন, “অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন। কারণ আপনি যতবারই তাদের পাশে দাঁড়ান না কেন, তারা একসময় তাদের কুৎসিত মুখ আপনার সামনে প্রকাশ করবে। নিজেকে এমন মানুষদের সঙ্গে রাখুন, যারা আপনার প্রচেষ্টাকে মূল্য দেয় এবং আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।” 

ভাবনার এসব চিন্তাকে নেটিজেনদের একটি অংশ সমর্থন করেছেন, কেউ কেউ বরাবরের মতো আক্রমণ করে মন্তব্য করেছেন। তানিন নামে একজন লেখেন, “একদম ঠিক বলেছেন। কৃতজ্ঞতা না থাকলে কোনো সম্পর্কই টিকে না। এখন বুঝি সবাইকে নয়, শুধু যারা সত্যিকারের মূল্যায়ন করে, তাদের জন্যই সময় ও ভালোবাসা দেওয়া উচিত।” হামিম লেখেন, “কথাগুলো বাস্তব।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মাথায় রেখে নকশায় গুরুত্ব প্রদান
  • মসজিদে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আটক ১
  • ‘মেরিনার কাজে প্রকৃত শিল্পীর অভিব্যক্তি দেখা যায়’
  • ভারতের নির্বাচনে ব্রাজিলের মডেল কীভাবে ‘২২ বার ভোট’ দিলেন
  • জাহানারার পাশে বাংলাদেশ, কিন্তু…
  • গাজীপুরের সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
  • আলব্যের কামুর দর্শন, চরিত্র ও পাঠক
  • প্রসূনের কাছে পরীমণির দুঃখ প্রকাশ
  • অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন: ভাবনা