ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে সরকার: উপদেষ্টা ফাওজুল কবির
Published: 19th, January 2025 GMT
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। কারণ বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিন নির্বাচনেই মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং বৈষম্যহীন সমাজ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে। গতকাল শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকার গঠন হয়েছে পাঁচ মাসের কিছু সময় আগে। তখন থেকে এ পর্যন্ত শতভাগ জবাবদিহির মাধ্যমে কাজ করার চেষ্টা করছি আমরা। আমাদের প্রধান কাজ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।’ কেবল ডিগ্রি অর্জন নয়, কর্মবাজারে টিকে থাকতে সবার থেকে আলাদা প্রমাণের জন্য কাজ করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও কিহাক সুংধ। সিআইইউ উপাচার্য অধ্যাপক ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা কর্মীরা, চলছে স্লোগান
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা দুইটা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা।
সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।
শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীরা। আজ রোববার বেলা দুইটার কিছু আগে