জয়পুরহাটের আক্কেলপুরে চুরি করা প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে বলে পুলিশ খবর পায়। এসময় থানা-পুলিশ পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসায়। একপর্যায়ে চুরি হওয়া সাদা রঙয়ের প্রাইভেট কারটি থামানো হয়। এসময় প্রাইভেট কারের সামনে থাকা একজন লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে জব্দ করা প্রাইভেট কার তল্লাশি করে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।  

গ্রেপ্তার নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে গাড়িটি চুরি করা কিনা তা তিনি জানেন না।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাশি চৌকি বসানো হয়। গাড়িটি আটক করে থানায় এনে তল্লাশি করলে গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধ মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের 'আগুন সন্ত্রাসের' প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অবস্থান,  বিক্ষোভ মিছিল

​দেশব্যাপী চলমান পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের  'আগুন সন্ত্রাসের' প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে।

মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর নেতৃত্বে চাষাড়া, মিশন পাড়া, মহানগরীর সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন এর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এবং মহানগরীর প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন এর নেতৃত্বে বন্ধর ঘাটে এই কর্মসূচি  পালিত হয়। 

​বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় চাষাড়া মিশন পাড়া এলাকায়   মহানগরীর নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন।

সাইনবোর্ড এলাকাতেও একই সময়ে  তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সহস্রাধিক নেতাকর্মীর  অংশ গ্রহনে কর্মসূচি পালিত হয়। প্রতিবাদকারীরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন যারা দেশের মানুষের ক্ষতি করতে চায় তাদের সাবধান হতে হবে। চব্বিশের বিপ্লব পরবর্তী এই বাংলাদেশ আর কোন ফ্যাসিস্টদের হত্যা, নৈরাজ্য দেখতে চায়না।

​ সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, "গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের মদদে সারাদেশে যে আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার এই রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।"

তিনি আরও বলেন  জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। দেশের জনগণ সন্ত্রাসী আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টির কোন কার্যক্রম দেখতে চায়না।  মহানগরীর প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন বলেন আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল তারা এই দেশে গনহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে এখন ভিন্ন দেশ থেকে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণ তাদের বিরুদ্ধে এখনো ঐক্যবদ্ধ আছে অতএব তাদের কৃতকর্মের বিচার হবেই হবে।

​মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা খুনি হাসিনার বিচার চাই, 'সন্ত্রাস-নাশকতা বন্ধ করো', 'মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবেনা' ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। এসময় সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানা আমীর মাহাবুব আলম,বন্দর থানা দক্ষিন আমির মাওলানা আব্দুল হাই জাফরি, বন্দর উত্তর থানা আমির মাওলানা মুফতী আতিকুর রহমান সহ চাষাড়া মিশন পাড়া এলাকা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, বন্দর ঘাট - বন্দর বাজার প্রদক্ষিণ করেন।

এসময় নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত গণভোট ও দেশে জনগণের ভোটাধিকার এবং স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ উপজেলা তাঁতীদলের কমিটি ঘোষণা
  • ফতুল্লায় আওয়ামী লীগকে প্রতিহত করতে রিয়াদ চৌধুরীর নির্দেশে বিক্ষোভ
  • মানিকগঞ্জে স্কুলবাসে আগুন 
  • ময়মনসিংহে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, তিনজনকে পুলিশে সোপর্দ
  • সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ভেজাল কোমল পানীয় জব্দ, কারখানা সিলগালা : ১ জনের দণ্ড
  • আ’লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভ
  • রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা
  • আওয়ামী লীগের 'আগুন সন্ত্রাসের' প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অবস্থান,  বিক্ষোভ মিছিল
  • সাভারের তিন থানায় আ.লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
  • পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধ, ট্রাকে আগুন, আটক ২