জয়পুরহাটের আক্কেলপুরে চুরি করা প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে বলে পুলিশ খবর পায়। এসময় থানা-পুলিশ পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসায়। একপর্যায়ে চুরি হওয়া সাদা রঙয়ের প্রাইভেট কারটি থামানো হয়। এসময় প্রাইভেট কারের সামনে থাকা একজন লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে জব্দ করা প্রাইভেট কার তল্লাশি করে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।  

গ্রেপ্তার নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে গাড়িটি চুরি করা কিনা তা তিনি জানেন না।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাশি চৌকি বসানো হয়। গাড়িটি আটক করে থানায় এনে তল্লাশি করলে গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধ মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পোড়া ভোজ্যতেল সড়কে, মোটরসাইকেল পিছলে পড়ার হিড়িক

ময়মনসিংহ থেকে ট্রাকে করে পোড়া ভোজ্য তেল নিয়ে যাওয়ার পথে একটি ড্রাম ফেটে সড়কের প্রায় ৩০০-৪০০ মিটার ভিজে যায়। এ ঘটনায় পিচ্ছিল হয়ে পড়া সড়কে চাকা পিছলে অন্তত ২০-২৫টির মতো মোটরসাইকেল পড়ে যায়। এতে ১০-১৫ জন মোটরসাইকেল আরোহী আহত হন। 

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢুলিভিটা-কালিয়াকৈর সড়কের ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সড়কে পিছলে পড়েন অনেকেই। এসময় তারা সড়কটিতে তেল পড়ে থাকতে দেখেন। আদা ঘণ্টার মধ্যেই ২০-২৫টি মোটরসাইকেল সেখানে পিছলে পড়ে। এসময় অনেকেই কাটাছেঁড়াসহ বিভিন্নভাবে আহত হন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের কয়েকশ’ মিটার জুড়ে তেল ছড়িয়ে রয়েছে। এসময় স্থানীয় কয়েকজনকে পাশের একটি মসজিদ থেকে সড়কে পানি ছেটাতে দেখা যায়। 

ট্রাকটির চালক আসিফ জানান, বায়োটেক এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রেস্তোরাঁসহ খাবারের দোকান থেকে পোড়া ভোজ্যতেল সংগ্রহ করে ৫০ কেজি করে ২০টি ড্রামে ভর্তি করে সাভারের গেন্ডা এলাকায় কারখানায় নিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকের ভেতরের ৫০ কেজি ওজনের একটি ড্রাম ফেটে গেলে ভেতরের সব তেল সড়কের ৩০০-৪০০ মিটার এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। 

ধামরাইয়ের আমতলা থেকে মোটরসাইকেলে করে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন মো. সাদ্দাম হোসেনসহ আরো দুইজন। ডেমরান মসজিদের সামনে মোটরসাইকেলটি পিছলে পড়ে। এতে সাদ্দামসহ আরো একজনের হাত-পায়েসহ বিভিন্ন জায়গায় কেটে যায়। 

তিনি বলেন, “মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে পিছলে পড়ে যাই।”

ঢুলিভিটা থেকে আশুলিয়া গণকপাড়ার দিকে যাচ্ছিলেন সুমন আহমেদ ও আরিফুল ইসলাম নামে স্থানীয় দুইজন। তারাও মোটরসাইকেলসহ সেখানে পিছলে পড়েন। সুমন আহমেদ বলেন, “স্বাভাবিকভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সড়ক পিচ্ছিল লাগছে। এরপরই কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলসহ পড়ে যাই। পেছনেই দ্রুতগতির ট্রাক ছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।”

বায়োটেক এনার্জি লিমিটেডের ম্যানেজার পরিচয় দেওয়া জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি মুঠোফোনে বলেন, “তেল আনার সময় দুর্ঘটনাবশত তেল পড়ে যায়। আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে পারি। এর বাইরে কিছু করার নেই।”

এ বিষয়ে ফায়ার সার্ভিসকে কল দিলে এমন ঘটনা তাদের আওতায় পড়ে না বলে জানিয়ে ঘটনাস্থলে আসতে অস্বীকৃতি জানান ধামরাই ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শিবলি।

ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি দেখা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের গণসংযোগ ও র‌্যালি
  • নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় 
  • ফতুল্লায় দুর্বৃত্তের আগুনে যাত্রীবাহী বাস পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে আগুন দিল সন্ত্রাসীরা
  • শততম টেস্টের মঞ্চে মুশফিকুরকে সম্মানজনক সংবর্ধনা
  • আড়াইহাজারে মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থীর  কর্মী-সমর্থকদের মশাল মিছিল
  •  সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
  • মান্নানের মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ
  • পুরান ঢাকায় অস্ত্র–মাদকসহ গ্রেপ্তার ৩, মাদক ব্যবসা টেকাতে অস্ত্রবাজি চলত, বলছে পুলিশ
  • পোড়া ভোজ্যতেল সড়কে, মোটরসাইকেল পিছলে পড়ার হিড়িক