চুরি হওয়া প্রাইভেট কারে দুই নারীর কাছে মিলল ৪০ কেজি গাঁজা
Published: 4th, February 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে চুরি করা প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে বলে পুলিশ খবর পায়। এসময় থানা-পুলিশ পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসায়। একপর্যায়ে চুরি হওয়া সাদা রঙয়ের প্রাইভেট কারটি থামানো হয়। এসময় প্রাইভেট কারের সামনে থাকা একজন লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে জব্দ করা প্রাইভেট কার তল্লাশি করে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে গাড়িটি চুরি করা কিনা তা তিনি জানেন না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাশি চৌকি বসানো হয়। গাড়িটি আটক করে থানায় এনে তল্লাশি করলে গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধ মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাভারে দিনদুপুরে বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩
ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে বাধা দিতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন জন যাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানান, শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসটি মানিকগঞ্জ থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে বাসটি পুলিশ টাউনের কাছে পৌঁছায়। সেখানে সেতুর আগে যাত্রী তুলতে বাসটি থামান চালক। এসময় ধারালো চাকু (ছোট আকৃতির) হাতে দুজন ব্যক্তি বাসে ওঠে। বাসে উঠেই তারা সামনের দিকে থাকা যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, মানিব্যাগ ও নারী যাত্রীর গলার চেইনও ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে তারা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। এসময় ছিনতাইকারীরা তাদের হাতের ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে কয়েকজন আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
ভুক্তভোগী এক নারী যাত্রী বলেন, “সাভারের ডেইরি গেট স্টপেজ থেকে ধানমন্ডি যেতে বাসটিতে উঠি। ব্যাংক টাউন পার হওয়ার পর দুই ছিনতাইকারী বাসে ওঠে। তারা বাসের সামনের দুজনের জন্য ‘সমস্যা’ উল্লেখ করে বাকিদের সমস্যা নেই বলে জানায়। এরপর তারা ওই দুজনসহ বাসের অনেকের মুঠোফোন, মানিব্যাগ কেড়ে নেয়। আমার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। একজন বাধা দেওয়ার পর অন্যরাও এগিয়ে আসে। তখন তারা আরও কয়েকজনকে ছুরিকাঘাত করে।”
বাসের যাত্রী আলকামা আজাদ বলেন, “যাত্রী নেওয়ার জন্য সাভার ব্যাংক টাউন ও পুলিশ টাউনের মাঝামাঝি সেতুর কাছে বাসটি থেমেছিল। তখনই ছুরি হাতে দুজন ছিনতাইকারী বাসে ওঠে। তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল, ম্যানিব্যাগ ও চেইন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। এক পর্যায়ে যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে তাদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন। দুজনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক যখম হয়েছে। পরে দ্রুতই তারা বাস থেকে নেমে পালিয়ে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।”
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।”
ঢাকা/সাব্বির/এস