বাঞ্ছারামপুর উপজেলার ফতেপুর বেইলি সেতুর ওপর যানজটের কারণে নাকাল মানুষ। তার ওপর আসন্ন ঈদে ঘরমুখী মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেতুটি। কারণ ঈদ উপলক্ষে রাস্তায় গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন যানজট লেগে থাকছে ওই এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-বাঞ্ছারামপুর-মুরাদনগর-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ফতেপুর গ্রামে ২০০১ সালে ৯০ ফুট লম্বা ও ১০ ফুট প্রশস্ত একটি বেইলি সেতু করা হয়। সেতুটি সরু হওয়ায় পাশাপাশি দুটি বড় গাড়ি পার হতে পারে না। এতে প্রায়ই সেতুতে গাড়ি আটকা পড়ে যানজট তৈরি হয়। সেতুর দুই পাশের রাস্তা সরু ও রাস্তার পাশে মাটি না থাকায় গাড়িগুলো রাস্তা দখল করে থাকে। ফতেপুর বেইলি সেতু দিয়ে প্রতিদিন বাঞ্ছারামপুর, মুরাদনগর, দেবিদ্বার, নবীনগর, হোমনা ও কসবা উপজেলার হাজারো মানুষ কড়িকান্দির মেঘনা নদীর ফেরি দিয়ে ঢাকায় যাতায়াত করে থাকেন।

সরেজমিন দেখা গেছে, শরীফপুর ও ফতেপুর গ্রামের মধ্যে একটি খালের ওপর ৯০ ফুটের মতো লম্বা বেইলি সেতুটি রয়েছে। সেতুর প্রস্থ ১০ ফুটের মতো। সেতুসংলগ্ন রাস্তার দুই পাশে মাটি না থাকায় সরু হয়ে গেছে। যে কারণে ঘণ্টার পর ঘণ্টা সেতুতে যানজট লেগে থাকছে। এখানে যানজট নিয়ন্ত্রণের জন্য নেই কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে চালকদের মধ্যে আগে যাওয়ার একটা প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। যে কারণে যানজট প্রকট আকার ধারণ করে।

সিএনজিচালিত অটোরিকশার চালক মাসুদ মিয়া বলেন, ‘এই রুটে যখন যাত্রী নিয়ে আসি তখন আতঙ্কে থাকি কতক্ষণ যেন অপেক্ষা করতে হয় সেতু পার হতে। প্রতিদিনই যানজট লেগে থাকে অথচ রাস্তা প্রশস্ত করলে এ সমস্যা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতাম।’

ট্রাকচালক সোলেমান মিয়া জানান, এই সেতু পার হওয়ার সময় প্রায়ই যানজটে পড়তে হয়। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার চালকদের বেপরোয়া চলাচলের কারণে এই যানজট বেশি লাগে। দুই পাশের রাস্তা সরু হওয়ার কারণে গাড়িগুলো ঠিকভাবে রাখা যায় না। তার ওপর অটোরিকশার চালকরা আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেন। এসব কারণেই প্রতিদিন যানজট তৈরি হয়।?

ছয়ফুল্লাকান্দি বাজারের ব্যবসায়ী আল আমিন মিয়া বলেন, ‘ফতেপুর বেইলি সেতুটা আমাদের ব্যবসায়ীদের জন্য একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মালপত্র আনা-নেওয়ার সময় প্রায়ই ট্রাক আটকে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এ কারণে ট্রাকচালকরা আসতে চান না। এলেও অতিরিক্ত ভাড়া দাবি করছেন। এখানে যদি 
ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো যানজট থাকবে না।’

ফরদাবাদ গ্রামের স্কুলশিক্ষক রুহুল আমিনের ভাষ্য, কোনো কাজে বাঞ্ছারামপুর উপজেলা সদরে যাওয়ার সময় প্রায়ই ফতেপুর বেইলি সেতুতে যানজটে পড়তে হয়। সেতুটি ও রাস্তার প্রস্থ কম হওয়ায় এই যানজট লেগে থাকছে।

সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা রাস্তা প্রশস্তকরণের জন্য একটা প্রস্তাব পাঠিয়েছি। তার পরও সেতুর দুইপাশে ইট দিয়ে এসবিবি করে দেওয়ার চেষ্টা করব বরাদ্দ পেলে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, থানার ওসির সঙ্গে কথা বলে পুলিশের ব্যবস্থা অথবা গ্রাম পুলিশ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। যাতে করে ঈদ উপলক্ষে মানুষ নিশ্চিন্তে যাতায়াত করতে পারে এই সেতু দিয়ে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য নজট ল গ ব যবস থ ই য নজট র ব যবস র জন য র ওপর উপজ ল

এছাড়াও পড়ুন:

শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাঠে বাবুলের উঠান বৈঠক

সোমবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহিদনগর বায়তুল জান্নাত জামেমসজিদ (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ–৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল এর পক্ষে শহিদনগর এলাকাবাসী এক উঠান বৈঠকের আয়োজন করে। 

গোগনগর সমাজ কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদুল ইসলাম'র সঞ্চালনায় ও শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদের সহ- সভাপতি সুলতান আহমদ'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ–৫ থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যদি বিএনপির ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে শুধু শহীদনগর নয় পুরো নারায়ণগঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে যাবে, পরিবর্তন হবে নারায়ণগঞ্জে। আমাদের যে প্রত্যাশা, যে চাহিদা তা ছিনিয়ে নিয়ে আসবো।

দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই আমি কাজ করবো। মিলেমিশে কাজ করার চেষ্টা করবো। আপনারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন।

তার সাথে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ হল জিয়া ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট কে এম মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, মো. কবির হোসেন, মো. হৃদয়, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, সুলতান আহমদ।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শহীদ নগর এলাকা সব সময়ই বিএনপির ঘাঁটি। এখানে সব সময়ই ধানের শীষ প্রতীক জয়লাভ করে থাকে। আমরা বাবুল ভাইয়ের পক্ষে থেকে সবসময় ধানের শীষের পক্ষে কাজ করে যাব।

সম্পর্কিত নিবন্ধ

  • শহিদনগর বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাঠে বাবুলের উঠান বৈঠক