শ্রমিকদল নেতাকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, গ্রেপ্তার ৪
Published: 26th, March 2025 GMT
কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজির অভিযোগে আটক শ্রমিকদল নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল নেতার নেতৃত্বে থানায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় থানায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর ওপরও হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।
গত সোমবার রাতে মুরাদনগর থানায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেওয়া মাসুদ রানা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আবুল কালাম নবীপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় দুটি মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় একটি মামলা করেছেন থানার উপপরিদর্শক আলী আক্কাস। মামলায় যুবদল নেতা মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩১ জনের নামে মামলাটি করা হয়েছে। এ ছাড়া চাঁদাবাজি ও মারধরের ঘটনায় শ্রমিকদল নেতা আবুল কালামকে প্রধান আসামি করে ৩০ জনের নামে একটি মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সাল।
দুটি মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন– শ্রমিকদল নেতা আবুল কালাম, রহিমপুর গ্রামের মো.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী জানান, গত সোমবার ইফতারের আগে তিনিসহ তিনজন একটি অটোরিকশায় আকবপুর গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশাচালক মুরাদনগর হয়ে সরাসরি নবীনগর রাস্তায় না গিয়ে কোম্পানীগঞ্জ হয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ জানতে চাইলে চালক বলেন, ওইদিক দিয়ে গেলে ৫০ টাকা জিপি (চাঁদা) দিতে হবে। তখন তিনি চালককে সোজা পথে যেতে বলেন। কিন্তু নবীনগর সড়কের মুখেই চালককে চাঁদার টোকেন আছে কিনা জিজ্ঞেস করা হয়। চালক টোকেন নেই জানালে কয়েকজন তাঁকে মারধর শুরু করেন। যাত্রীরা নেমে মারধরের কারণ ও চাঁদা কে তুলতে বলেছে জানতে চাইলে হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ এসে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে যায়।
উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমাদের ওপর হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ থেকে ২০ জন থানার সামনে এসে চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করেন। এর মধ্যে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে শতাধিক লোক দেশি অস্ত্র নিয়ে থানায় হামলা করেন। আমরা তিন-চারজন থানা ভবনের গেটের ভেতরে ছিলাম, বাকিরা ছিলেন বাইরে। তারা প্রথমে আমাদের বাইরে থাকা অন্তত ১৫ জনকে পিটিয়ে আহত করেন। এ সময় পুলিশ গেট বন্ধ করে দিলে তারা গেট ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করেন। পুরো ঘটনার নেতৃত্ব দেন যুবদল নেতা মাসুদ রানা।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্তত ৩০ মিনিট দফায় দফায় থানায় গেট ভাঙার চেষ্টা করা হয়। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এক পর্যায়ে থানার সামনে অবস্থান নেন হামলাকারীরা। সেখানে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ ছাড়া পুলিশের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে কয়েক দফা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
তবে থানায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মাসুদ রানা। তাঁর ভাষ্য, পুরো ঘটনার নেপথ্যে উপদেষ্টা আসিফের চাচাতো ভাই উবায়দুল সিদ্দিকী। আবুল কালামের স্ট্যান্ডের একটি অটোরিকশার সঙ্গে উবায়দুলকে বহনকারী অটোরিকশার ঘষা লাগে। এ সময় উবায়দুল নেমে অটোরিকশার চালককে থাপ্পড় দেন। তখন ঝামেলা হলে আবুল কালাম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা একটু দূরে গিয়ে পুলিশে খবর দিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করায়। তিনি বলেন, ‘আমাদের কিছু লোক থানায় গিয়ে ওসির কাছে জানতে চায় কেন অন্যায়ভাবে আবুল কালামকে গ্রেপ্তার করছেন। এ সময় ওসির কক্ষের ভেতরে আমাদের লোকদের জিম্মি করে পেটাতে থাকেন উবায়দুলসহ অন্যরা। এখন উল্টো মামলা দিয়ে হয়রানি করছে।’
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান সমকালকে জানান, একজন চাঁদাবাজকে আটকের খবর পেয়ে তার লোকজন থানায় হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। দুই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর য বদল ন ত ম র দনগর আম দ র এ সময় ঘটন য় ঘটন র
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত