ভালো কাজগুলো নিচে পড়ে গেছে, অভিযোগ বিষয়ে বিসিবি প্রেসিডেন্ট
Published: 3rd, May 2025 GMT
চারদিক থেকে তীব্র সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের অর্থ এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে স্থানান্তরের অভিযোগ থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবসা নিয়েও তীব্র প্রশ্নের মুখে পড়েছেন দেশের ক্রিকেটের শীর্ষ কর্তা।
নিজের দিকে ধেয়ে আসা অভিযোগগুলোকে পক্ষপাতিত্বমূলক অপ্রয়োজনীয় সমালোচনা বলে আখ্যায়িত করেছেন ফারুক আহমেদ। ভালো কাজগুলো সামনে আনা হয় না বলেও অভিযোগ করেছেন তিনি।
বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, “আমরা আসলে অনেক সময় আমি জানি না, ভালো কাজগুলো নিচে পড়ে যায় বাইরের প্রভাবে।”
শনিবার (৩ মে) বিকেলে রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন ফারুক আহমেদ। তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
নারায়ণগঞ্জের আলীগ নেতার সঙ্গে সংশ্লিষ্টতা, বিসিবির টাকায় তাকে হোটেলে রাখার অভিযোগও উঠেছে ফারুক আহমেদের বিরুদ্ধে। এ অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, “ফ্যাসিস্ট রেজিম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো। এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না…। ফ্যাসিস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু বিসিবি প্রেসিডেন্ট এই নতুন সরকারের সময়ে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি ফ্যাসিস্টের সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা দেখত, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।”
টাকা ট্রান্সফার নিয়ে নতুন কোনো মন্তব্য করেননি ফারুক আহমেদ। আর্থিক বিবরণী প্রকাশ করে বিসিবির স্বার্থে এটি করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছিল বোর্ড।
ফারুক আহমেদ গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেছেন, “ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু, মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। সো আপনাদের কাছে অনুরোধ করব, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসডলি কাজ করেন, আমার মনে হয় যে, আননেসেসারি সমালোচনামুক্ত হতে পারি।”
“এটা আমার সবার কাছে রিকুয়েস্ট থাকবে, কেননা আমি এমন এক জন মানুষ, আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড। কিন্তু, কিছু বিষয় আছে আননেসেসারি সমালোচনা; আশা করি, না করলেই ভালো। আমাদের মেইন ফোকাসটা সরে যায় তাহলে। আমার মেইন দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে আমার যে ত্রুটিগুলো আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপরে বাকি কাজ,” যোগ করেন ফারুক আহমেদ।
ঢাকা/রিয়াদ/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ র ক আহম দ
এছাড়াও পড়ুন:
ফোডেনের জোড়া গোল, ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি ৪:১ ডর্টমুন্ড
আর্লিং হলান্ডের জন্য ম্যাচটা ছিল সাবেক ক্লাবের সঙ্গে সাক্ষাতের। সেই সাক্ষাৎ তিনি রাঙিয়েছেন গোল করে। গোল করেছেন রায়ান চেরকিও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে আজ ম্যানচেস্টার সিটির হয়ে সব আলো কেড়েছেন ফিল ফোডেন।
গোল করেছেন দুটি, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।
সব মিলিয়ে তিনজনের গোলদাতার খাতায় নাম লেখানোর ম্যাচে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
বিস্তারিত আসছে।