সিরাজগঞ্জে এক রাতে ১৬ কবরের কঙ্কাল চুরি
Published: 22nd, October 2025 GMT
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কবরস্থান থেকে এক রাতে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।
এর আগে, গত সোমবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।
স্থানীয় স্কুলশিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘‘এক থেকে দেড় বছর আগের ১৬টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির পর চোরের দল কবরে তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্রপাতি রেখে গেছে।’’
এ বিষয়ে কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, ‘‘সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।’’
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলেন রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা
শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সদস্যরা।
সোমবার (২০ অক্টোবর) প্রশাসনিক ভবনের সামনে বেলা পৌনে ১১টার দিকে তারা এ কবর জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আনজুম এবং শহীদ আলি রায়হানের কবর জিয়ারত করেন তারা।
আরো পড়ুন:
রাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয়
রাকসু: হল সংসদে শিবিরের আধিপত্য, ছাত্রদলের শূন্য
এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আজ শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রাকসুর কার্যক্রম শুরু করেছি। স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তায়ালা তাকে যেন শহীদ হিসেবে কবুল করুন। তার আদর্শ ও চেতনাকে ধারণ করে আমরা নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, আল্লাহ সেই তৌফিক দান করুক।”
তিনি বলেন, “এখন আমরা বিশ্ববিদ্যালয়ের কবরস্থান ও জুলাই আন্দোলনের রাজশাহীর দুইজন শহীদ ভাইয়ের কবর জিয়ারত করব এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। শপথ গ্রহণের পর থেকেই আমাদের আনুষ্ঠানিক অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এছাড়া নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করা হবে।”
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস. এম. সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম।
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. দীপ মাহবুব, মো. ইমজিয়াউল হক কামালি প্রমুখ।
ঢাকা/ফাহিম/মেহেদী