বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বলেছেন, সকল প্রকার ধান্দাবাজি থেকে বিরত থাকুন। আর অনুপ্রবেশকারীদেরকে সুযোগ দেওয়া যাবে না।

আপনারা বিভিন্ন আত্মীয়-স্বজন মনে করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে শেল্টার দিচ্ছেন। আজকে থেকে আমি বলে দিতে চাই আপনারা সবাই সাবধান হয়ে যান। আওয়ামী লীগ জিরো টলারেন্স। আড়াইহাজারে কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া যাবে না। 

শনিবার (৩ মে) বিকেলে আড়াইহাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনসাধারণের তুলে ধরার লক্ষ্যে দুপ্তরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

তিনি বলেন, আত্মীয়-স্বজন বলে মাফ করে দিলাম তা হবে না। আপনার আত্মীয় আজকে সুন্দর কথা বলছেন, আর গত কয়েকদিন আগেও তো আপনার আত্মীয় আমাদেরকে চিনে নাই। আপনাকে তো ভালোমতো চিনে নাই। এইসব অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আত্মীয়তার ব্যাখ্যা বাদ দেন। যে যেই ব্যাখ্যা বাদ দিবেন না তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, আমি বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার বাইরে যদি কেউ জান তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিকভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমি শেষবারের মতন বলে গেলাম এরপরে কিন্তু আর বলবো না।

 এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাবু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়াসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ র আপন র আওয় ম

এছাড়াও পড়ুন:

জাতীয় নির্বাচন নিয়ে ইইউ-ইসি বৈঠক সোমবার

জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী টিম নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন।

আরো পড়ুন:

জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি

ইসি জানায়, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে।

নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ। গণতান্ত্রিক নির্বাচনের জন্য তারা সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে তারা কাজ করবে। এছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করতে চায় ইইউ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ