উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জংলি’
Published: 4th, May 2025 GMT
পাকিস্তানে বাংলাদেশি ছবি মুক্তির প্রক্রিয়া নতুন নয়। এর আগেও বহু বাংলাদেশি ছবি পাকিস্তানে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা ফের সচল হয়। এই দুইটি ছবি মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটাইলে মুক্তি দেওয়া হয় দেশটিতে। এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাব করে মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। গেল ঈদুল ফিতরে যে সিনেমাটিতে বাংলাদেশে তুমুল দর্শক প্রিয়তা পায় এবং প্রশংসিত হয়।
বাংলাদেশে প্রশংসার পর জংলি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও একযুগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনও দেশে বিদেশে তুমুলভাবে দর্শকাদের সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার জংলি মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটিতে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।
সিনে এন্টারটেইনমেন্ট এর কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবি করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গিয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এরমাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।
এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী প্রিন্স মাহমুদ।
জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাব চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার ‘জংলি’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ ঈদ র স ন ম
এছাড়াও পড়ুন:
রাজধানীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবি করে গ্রেপ্তার
রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করার অভিযোগে মো. রুবেল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুলশান থানা–পুলিশ। গতকাল শনিবার দুপুরে মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট সকালে টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তা সেরকান আকানের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নিজেকে এনএসআই গুলশান জোনের এডি পরিচয় দেন প্রতারক রুবেল হোসেন। পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলে তিনি প্রথমে পাঁচ হাজার টাকা এবং পরে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেরকানকে ভয়ভীতি দেখানো হয়।
টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি মোবাইল সিম ও বিভিন্ন লোকের পাসপোর্ট–সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।