উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জংলি’
Published: 4th, May 2025 GMT
পাকিস্তানে বাংলাদেশি ছবি মুক্তির প্রক্রিয়া নতুন নয়। এর আগেও বহু বাংলাদেশি ছবি পাকিস্তানে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা ফের সচল হয়। এই দুইটি ছবি মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটাইলে মুক্তি দেওয়া হয় দেশটিতে। এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাব করে মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। গেল ঈদুল ফিতরে যে সিনেমাটিতে বাংলাদেশে তুমুল দর্শক প্রিয়তা পায় এবং প্রশংসিত হয়।
বাংলাদেশে প্রশংসার পর জংলি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও একযুগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনও দেশে বিদেশে তুমুলভাবে দর্শকাদের সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার জংলি মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটিতে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।
সিনে এন্টারটেইনমেন্ট এর কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবি করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গিয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এরমাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।
এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী প্রিন্স মাহমুদ।
জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাব চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার ‘জংলি’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ ঈদ র স ন ম
এছাড়াও পড়ুন:
অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিদের এক নম্বর গুণ আইকিউ নয়, জানাচ্ছেন নিউরোসায়েন্টিস্ট
একটু বিশ্রাম আর মনকে একটু নিজের মতো চলতে দিলে জীবনটা হয়ে ওঠে আরও বেশি সুন্দর ও সফল।
ভেবে দেখেছেন, যেটা সৃজনশীল কাজ, মানে লেখালেখি, পিয়ানো বাজানো, ছবি আঁকা ইত্যাদি কাজ কিন্তু একাকী বসেই করা যায় ভালো। কাজটিকে পুঙ্খানুপুঙ্খভাবে করতে চাইলে প্রয়োজন হয় একাগ্রতা আর একাকিত্ব।
এই যে একাকী মুহূর্তগুলো মস্তিষ্কের স্নায়ুগুলোর সঙ্গে নিজেদের যুক্ত করতে ব্যস্ত থাকে, এর ফলে নতুন নতুন কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ে, সৃজনশীলতার প্রতিফলন ঘটে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
এটা শুধু এক-দুজনের কথা নয়, বিশ্বের অনেক সফল ও বুদ্ধিমান ব্যক্তি নিজের সেরা আইডিয়াগুলো পেয়েছেন একাকী থেকে। মাইক্রোসফটের শুরুর দিকে বিল গেটস বছরে দুবার নির্জন কেবিনে চলে যেতেন সপ্তাহখানেকের জন্য।
সঙ্গী থাকত শুধু একগাদা বই। তিনি এর নাম দিয়েছিলেন ‘থিঙ্ক উইক’ বা ‘ভাবনার সপ্তাহ’। পুরো সপ্তাহ নির্জনে গিয়ে নিজের মতো করে ভাবতেন তিনি। একবার এই ‘থিঙ্ক উইক’ থেকে বিল গেটস খুঁজে পেয়েছিলেন ইন্টারনেট এক্সপ্লোরারের আইডিয়া।
শুধু নতুন আইডিয়া নয়, কাজে আটকে গেলে সেখান থেকে মুক্তি পেতেও একাকিত্ব দারুণ কাজের।
বিশ্বখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও বহুবিদ্যাজ্ঞ লেওনার্দো দা ভিঞ্চির কথাই ধরা যাক। ঘণ্টার পর ঘণ্টা তিনি তাকিয়ে থাকতেন তাঁর বিশ্বখ্যাত চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’-এর দিকে। এরপর একটি তুলির আঁচড় দিতেন ছবিতে। এই বিরতি তাঁর কাজকে করেছে অনন্য।
আরও পড়ুনবার্লি দিয়ে তৈরি এই পানীয় খেলে পাবেন ৫টি বিশেষ উপকার২ ঘণ্টা আগেমস্তিষ্ককে একাকী রাখতে করণীয়মস্তিষ্ককে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ঠিক কতটা একাকী থাকা দরকার, তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। সাধারণত যত সময় আপনি নিজেকে দেবেন, একা থাকলে ভালো লাগবে, সেটাই আপনার মস্তিষ্কের জন্য ভালো। তবে শুধু একাকী থাকলেই হবে না, সেটিকে কাজে লাগাতেও জানতে হবে। সময়টাকে কার্যকর করতে কিছু পরামর্শ কাজে লাগাতে পারেন।
নিরিবিলি জায়গায় চলে যানঅভিনেত্রী সাদিয়া আয়মান যেমন একটা চরিত্র থেকে নতুন করে আরেকটা চরিত্রে ঢোকার আগে একটা ব্রেক নেন। কোথাও ঘুরতে যান