সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ ও হামিদুর রহমান নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাঠালবাগান এলাকার আলী আশরাফের ছেলে ফয়সাল আহম্মেদ সবুজ ও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ডাক্তারখালী উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে হামিদুর রহমান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শাহীনুর আলম জানান, ইয়াবাসহ আটককৃত আসামিরা স্বীকার করেছে তারা বিভিন্ন জেলা হতে ইয়াবা ট্যাবলেট এনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে পাইকারী বিক্রি করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে আটক ৪  

বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো বন্দর উপজেলার বাঙ্গালবাড়ী এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ২ ছেলে মোতালেব (৫৩) ও তার ছোট ভাই মোশারফ (৫০) একই থানার দেউলী চৌরাপাড়া এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪) ও একই এলাকার সুবহান মিয়ার ছেলে সোহেল (৩৯)। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে আটক ৪