সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
Published: 5th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ ও হামিদুর রহমান নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কাঠালবাগান এলাকার আলী আশরাফের ছেলে ফয়সাল আহম্মেদ সবুজ ও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ডাক্তারখালী উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে হামিদুর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
বন্দরে ৭২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
বন্দরে ৭২ কেজি গাঁজা সহ মো. ইমরান (৩৪) ও মো. আসাদুল্লাহ (১৯) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব- ১১। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত মো. ইমরান পঞ্চগড়ের আটোয়ারীর মির্জাপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। মো. আসাদুল্লাহ নরসিংদীর রায়পুরার চরমধুয়া এলাকার আহসানুল্লাহর ছেলে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর কোম্পানি কমান্ডার মো. সোহেল আহমেদ এ তথ্য জানান। এরআগে সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলার বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজাসহ তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃত মো. ইমরান ও মো. আসাদুল্লাহ পরস্পর যোগসাজশে আইন-শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে একটি বিশেষ কৌশলে কুমিল্লা জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা জব্দকৃত প্রাইভেটকারে করে আনয়ন করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও তাদের চোখ ফাঁকি দিতে তারা নানাবিধ কালা-কৌশল অবলম্বন করে। তাদের মধ্যে মো. ইমরান উক্ত প্রাইভেটকারের চালক এবং মো. আসাদুল্লাহ ওই প্রাইভেটকারের যাত্রীবেশে ছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।