বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 5th, May 2025 GMT
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগমসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
একই আদালত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনজুর আহসান ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এস আলম গ্রুপের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আরিফ আহমেদ, রিয়াদ আহসান ও জাফর উল্লাহর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন এ আদালত।
এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হকের একটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের তথ্য অনুযায়ী, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম, তাঁর ছেলে শেখ লাবিব হান্নান ও তাঁদের আত্মীয় সানজিদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদক আদালতকে বলেছে, বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এস আলম গ্রুপের ডিজিএম আরিফ আহমেদ, রিয়াদ আহসান ও জাফর উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদক অনুসন্ধান করছে বলে আদালতকে জানানো হয়।
এ ছাড়া জিল ওয়ারেস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক আল আমিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
দিল্লি প্রিমিয়ার লিগ
আউটার দিল্লি ওয়ারিয়র্স-পুরানি দিল্লি
সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট;
স্টার স্পোর্টস ২(হিন্দি)।
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ ২০২৫
হাইলাইটস, সকাল ১০টা ৩০ মিনিট;
টেন ৫।
বেস্ট অব দ্য টেস্ট
পুনঃপ্রচার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট;
টেন ৫।
টেনিস
ন্যাশনাল ব্যাংক ওপেন
সরাসরি, বিকেল ৫টা ৩০ মিনিট;
টেন ২।
ঢাকা/আমিনুল