খালেদা জিয়ার আগমনে নেতাকর্মীদের উচ্ছ্বাস
Published: 6th, May 2025 GMT
লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগমনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বস ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
মঙ্গলবার (৬ মে) সকাল দশটায় রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় দেখা যায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুই হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন।
এসময় নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’; ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘দেশ মাটি মানুষের নেতা, খালেদা জিয়া খালেদা জিয়া’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
রূপনগর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়াল রাইজিংবিডিকে বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন, এতে নেতাকর্মীরা অনেক খুশি। হাসিনা তাকে দীর্ঘদিন ধরে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। তিনি এই দেশের আপসহীন নেত্রী। কোন অন্যায়ের কাছে তিনি কখনো আপোস করেননি। রূপনগর থানার সকল স্তরের বিএনপির নেতাকর্মীরা আজকে দেশনেত্রীকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছি।”
রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.
সাভার থানা মহিলা দলের নেত্রী জান্নাতুল ফেরদাউস রাইজিংবিডিকে বলেন, “বাংলাদেশের নারীদের কাছে এক নক্ষত্রের নাম। তিনি এ দেশের সকল নারীদের প্রতীক। আমরা সাভার থানার মহিলা দলের সকল নেতাকর্মীরা সকাল সাতটায় নেত্রীকে স্বাগত জানানোর জন্য এসেছি। তিনি হলেন গণতন্ত্রের মাতা। তাকে এতদিন হাসিনা বিভিন্নভাবে অসম্মানিত করার চেষ্টা করেছে। কিন্তু এখন হাসিনা দেশ থেকে পালিয়েছে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কেউ চাইলে কাউকে সম্মান দিতে অথবা নিতে পারে না।’’
খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
ঢাকা/রায়হান/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন ত কর ম ন ত কর ম র ব এনপ র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়া ‘ফিরোজা’য় পৌঁছেছেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন।
যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফেরেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসভবন ফিরোজায় যান। বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজাসংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। এ ছাড়া তাঁরা নানা ব্যানার-ফেস্টুন বহন করেন। তাঁরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
ফিরোজা ও এর আশপাশের এলাকায় আগেই নিরাপত্তা জোরদার করা হয়। ফিরোজার প্রবেশপথ গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের সামনে ব্যারিকেড দেওয়া হয়। সড়কটির দুই পাশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
ফিরোজার সামনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়; পাশাপাশি ছিলেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’–এর সদস্যরা।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে তাঁর গুলশানে বাসভবন ‘ফিরোজা’ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়