কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী নামাপাড়া ও মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর হাওরে মারা যান তারা।

পাকুন্দিয়ায় মারা যাওয়ারা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা ১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন: বজ্রপাত থেকে বাঁচতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

আরো পড়ুন:

শিক্ষক লাঞ্ছনার বিচারসহ ৫ দাবিতে আল্টিমেটাম কুয়েট শিক্ষক সমিতির

ক্ষমা প্রার্থনা ও অবস্থান স্পষ্ট করে কুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে মারা যাওয়া কৃষকের নাম মোহাম্মদ কটু মিয়া (৪০)। তিনি আব্দুল মুত্তালিবের ছেলে।

পাকুন্দিয়া থানার ওসি মো.

সাখাওয়াৎ হোসেন বলেন, “মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা।  চরটেকী নামাপাড়া এলাকায় বৃষ্টির কবলে পড়েন তারা। এসময় বজ্রপাত হলে তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক বর্ষাকে মৃত ঘোষণা করেন।”

মিঠামইন থানার ওসি শফিউল আলম বলেন, “কটু মিয়া বাড়ি থেকে গরু আনতে চমকপুর বন্দের হাওরে যান। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/রুমন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ঠ মইন উপজ ল র

এছাড়াও পড়ুন:

বার্জার লাক্সারি সিল্কের ওয়েডিং ড্রিমসের প্রদর্শনী 

বার্জার পেইন্টস লাক্সারি সিল্ক আয়োজিত মালদ্বীপ ওয়েডিং ড্রিমসের প্রদর্শনী সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা পাঁচ দম্পতিকে নিয়ে মালদ্বীপে ওয়েডিং ফটোশুট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। সেই ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রিমিয়ার সম্প্রতি উত্তরায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বার্জারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্জার লাক্সারি সিল্কের পণ্যদূত বিদ্যা সিনহা মিম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার মতো তারকাদের নিয়ে গঠিত জুরিবোর্ডের সদস্যরা পাঁচ দম্পতিকে এ ফটোশুটের জন্য বাছাই করেন। নির্বাচিত এই দম্পতিরা গত ফেব্রুয়ারিতে মালদ্বীপে ফটোশুটে অংশ নেন। আর গ্র্যান্ড প্রিমিয়ারে সেসব অভিজ্ঞতার প্রতিচ্ছবি বড় পর্দায় তুলে ধরা হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বার্জারের পক্ষ থেকে জানানো হয়, মালদ্বীপে ধারণ করা ফটোশুট এপিসোড আকারে ৮, ১৫ ও ২২ আগস্ট রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে।

এদিকে প্রিমিয়ার অনুষ্ঠান শেষে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার লাক্সারি সিল্ক তার গ্রাহকদের জীবনে অসাধারণ স্মৃতিময় মুহূর্ত তৈরিতে সব সময় নিবেদিত। আমি মনে করি, “ওয়েডিং গ্ল্যামশ্যুট” ক্যাম্পেইনটি সেই প্রতিশ্রুতিকে সফলভাবে বাস্তবায়ন করেছে। এটি কেবল রঙের গল্প নয়; বরং এতে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আন্তরিক প্রচেষ্টা ছিল।’

সম্পর্কিত নিবন্ধ