আগের পর্বআরও পড়ুনআপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন২২ ঘণ্টা আগে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শাহরুখ নয়, শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। গত কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনো পথের ধারে দাঁড়িয়ে ফুচকা-ঝালমুড়ি খাচ্ছেন, আবার কখনো ঘুরে দেখছেন ঐতিহাসিক স্থাপনা। ঢাকায় এসে একেবারেই আপন করে নিয়েছেন শহরটিকে। 

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপক সৌমিক আহমেদ তাকে মজার ছলে প্রশ্ন করেন—বলিউড কিং শাহরুখ খান না কি ঢালিউড কিং শাকিব খান, কাকে তার বেশি পছন্দ? উত্তরে হানিয়া হাসিমুখে বলেন, “আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।” 

আরো পড়ুন:

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য বিশেষ চমক

নয় দিনের পাকিস্তান সফ‌রে স্বরাষ্ট্র সচিব

এই উত্তর শুনে উপস্থিত দর্শকরা হাততালি আর উল্লাসে ভরিয়ে তোলেন হলরুম। এর আগে শুক্রবার ভোরে হানিয়া গিয়েছিলেন ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে। সেখানে তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভিডিও ভ্লগে অংশ নেন। ভ্লগের ফাঁকে ফুচকা, ঝালমুড়ির মতো স্থানীয় খাবার চেখে দেখেন এবং সেই অভিজ্ঞতায় দারুণ খুশি হন। 

২০১৬ সালে কমেডি ঘরানার একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন হানিয়া আমির। একই বছর টেলিভিশন নাটক ‘ফির ওহি মহব্বতে’ অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের নজরে আসেন। এই কাজের জন্য তিনি অর্জন করেন হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন (ফিমেল) পুরস্কার। 

পরে ‘পারওয়াজ হ্যায় জুনুন’ এবং পাঞ্জাবি কমেডি ‘সরদারজি ৩’ চলচ্চিত্র তাকে বাণিজ্যিকভাবে বড় সাফল্য এনে দেয়। প্রাণবন্ত অভিনয় আর সহজ-সরল ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুতই পাকিস্তান ও সীমান্তপারের দর্শকদের প্রিয় তারকায় পরিণত হন। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ জনপ্রিয় হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১৮.৯ মিলিয়নের বেশি। ফানি ভিডিও, নান্দনিক ছবি আর স্টাইলিশ লুক শেয়ার করে তিনি তরুণ প্রজন্মের কাছে শুধু অভিনেত্রী নন, বরং ফ্যাশন আইকন ও অনুপ্রেরণার উৎস। 

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। কয়েক বছরের মধ্যেই প্রতিভা, প্রাণশক্তি আর উচ্ছ্বল ব্যক্তিত্ব দিয়ে তিনি পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ