হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লিতে মসজিদের নামকরণ নিয়ে দুই আওয়ামী লীগ নেতার মতবিরোধ ও বাগ্‌বিতণ্ডার জেরে তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে এ সংঘর্ষ হয়। 

স্থানীয়রা জানান, মসজিদের নামকরণ নিয়ে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ মিয়া চৌধুরী ও স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মাহমুদ মিয়া, আশরাফ মিয়াসহ কয়েকজন মসজিদ কমিটিকে না জানিয়ে হঠাৎ করে মসজিদের নাম পরিবর্তন করেন। এ নিয়ে মসজিদের মোতাওয়াল্লির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

মসজিদের পঞ্চায়েতের পক্ষ থেকে ছালেহ আহমদ হঠাৎ কেন নাম পরিবর্তন করলেন, তা জানতে চান মাহমুদ মিয়া ও আশরাফ মিয়ার কাছে। এ নিয়ে দু’পক্ষের বাগ্‌বিতণ্ডা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। আহতদের মধ্যে মাহমুদ মিয়া, মুনাইম ও হুসেইন মিয়া, জিতু মিয়া, রায়েদ চৌধুরী রিংকু ও কাউসার মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে জিতু মিয়া, মাহমুদ মিয়া ও মুনাইম মিয়াসহ পাঁচজনকে সিলেটে পাঠানো হয়।

এ বিষয়ে ছালেহ আহমেদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেতা মাহমুদ মিয়া ও আশরাফ মিয়াসহ অন্যরা মসজিদ কমিটিকে না জানিয়ে নাম পরিবর্তন করেন। এ বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

এদিকে মাহমুদ মিয়া চৌধুরী জানান, প্রায় ১২ বছর ধরে উপজেলার ঘোলডুবা নদীর উত্তরপার জামে মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসছেন ইনাতগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ চৌধুরী। গত ১২ বছরে মসজিদের কোনো হিসাব দেননি। মুসল্লিরা হিসাব চাইলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে চুপ করিয়ে দেন।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষেই থানায় অভিযোগ করেনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ স ঘর ষ আহত মসজ দ র উপজ ল র স ঘর ষ আওয় ম

এছাড়াও পড়ুন:

আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলো আজকের (৬ নভেম্বর) মধ্যে তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

‘দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪’

তৃতীয় খসড়া তালিকা প্রকাশ, বাড়ল ভোটার

চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। 

উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে যাচাই করবেন। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন এনআইডি মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।

চিঠিতে আরো বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বা তার পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে তা বাতিল করা হবে না। সেক্ষেত্রে প্রতিবেদনের ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ