‘আমি এখন ওকে বারবার বলি “মাম্মি” বলো, “মাম্মি” বলো। ও বলার চেষ্টা করে। কখনো ও বলতে পারে। কখনো পারে না। যখন “মাম্মি” বলতে পারে, আমার মনে এমন আনন্দ হয়! বারবার শুনেও মনটা ভরে না!’

আনন্দ নিয়ে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন মা নিশামনি। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু বাসিত খান মুসার (৭) মা। যে মুসার বেঁচে ওঠাই ছিল অলৌকিক, সেই মুসার মুখে ‘মাম্মি’ ডাক মা নিশামনির কাছে এক অনির্ণেয় আনন্দ।

সাড়ে ৯ মাস পর তিনি মা ডাক শুনেছেন। তাই দিনক্ষণও মনে রেখেছেন। ১ মে সকাল আটটায় ফিজিওথেরাপি চলার একপর্যায়ে ‘মাম্মি’ বলে ডেকেছিল মুসা।

গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয় সাত বছর বয়সী শিশু বাসিত খান মুসা। অক্টোবর মাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোলা ছবি (ডানে)। বাঁয়ে মুসার আগের ছবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ