দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জের দুটি অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালে ভুল অস্ত্রোপচারে দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

শনিবার (৮ নভেম্বর) রাতে বিরামপুরের মা ও শিশু জেনারেল হসপিটালে ১৭ বছর বয়সী শফিকুল ইসলামের টনসিল অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের অভিযোগ, অপারেশনের পরপরই রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত রংপুরে নেওয়া হলে পাঁচ ব্যাগ রক্ত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

মৃত শফিকুলের বড় ভাই আব্দুল আজিজ বলেছেন, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা.

মো. শের আলী মর্তুজা ভুল অস্ত্রোপচার করায় আমার ভাই মারা গেছে। আমি বিচার চাই, ডাক্তারের সর্বোচ্চ শাস্তি চাই।

এর আগে ২৯ অক্টোবর নবাবগঞ্জের ভাদুরিয়ায় রেনেসাঁ ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ৩১ বছর বয়সী মমিনুল ইসলাম লাবুর টনসিল অপারেশন করেন ডা. মো. শের আলী মর্তুজা। অপারেশনের পর লাবু অচেতন থাকায় তাকে দিনাজপুরে নেওয়া হয়।

লাবুর বাবা আফজাল হোসেন অভিযোগ করেছেন, দিনাজপুরে নেওয়ার পথে বিরামপুর রেলগেটে মোটরসাইকেল নেওয়ার কথা বলে পালিয়ে যান ডা. শের আলী মর্তুজা। দিনাজপুর হাসপাতালে পৌঁছালে ডাক্তাররা জানান, লাবুর মৃত্যু হয়েছে। তারা বলেন, অপারেশনের সময় ছেলের শ্বাসনালী কেটে গেছে।

বিরামপুরের মা ও শিশু জেনারেল হসপিটালের ম্যানেজার হুমায়ুন জানিয়েছেন, ডা. শের আলী মর্তুজা তাদের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে দুই রোগীর টনসিল অপারেশন করেন। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুরে পাঠানো হয় এবং রাতে তার মৃত্যুর খবর আসে।

অন্যদিকে, ভাদুরিয়ার রেনেসাঁ ক্লিনিক অ্যান্ড হাসপাতালের মালিক জোবায়ের আহমেদ বলেছেন, ২৯ অক্টোবর আমাদের এখানে কোনো অপারেশন হয়নি। ডা. মর্তুজা তার চেম্বারে একজন রোগী এনেছিলেন। রোগীটি সম্ভবত স্ট্রোক করেছে।

এসব বিষয়ে ডা. শের আলী মর্তুজার বক্তব্য জানতে তার বিরামপুরের কলাবাগানস্থ চেম্বারে গেলে দেখা যায়, সেখানে তালা ঝুলছে। তার মোবাইল ফোনে কল করা হলে এক নারী ফোন রিসিভ করে বলেন, ‘স্যার ফোন রেখে ঢাকায় গেছেন।’ এরপর কল কেটে দেন ওই নারী।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেছেন, মা ও শিশু জেনারেল হসপিটাল অনুমোদনবিহীন। এর আগে তাদের লিখিতভাবে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।

বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম বলেছেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/মোসলেম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বল ছ ন শ র আল

এছাড়াও পড়ুন:

নাটোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২০

নাটোরের লালপুরে যৌথবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর বালু মহালের গহীন চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ড্যাগার, ২২টি হাসুয়া, চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, লোহার পাইপ, টিউবওয়েল ও একটি চৌকি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান পিপিএম (বার)-এর নির্দেশনায় শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লালপুর উপজেলার গহিন চরাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, ইমু হ্যাকার প্রতারকচক্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে চারজন হ্যাকার চক্রের সদস্য, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত, একজন হত্যা মামলার আসামি এবং দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়।

এ অভিযানে অংশ নেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, সিংড়া ও লালপুর থানার অফিসার ইনচার্জসহ র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ঢাকা/আরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • উখিয়ায় মার্কেটে আগুন, দগ্ধ একজনের মৃত্যু
  • বৈষম্য দূর হবে বাস্তব উদ্ভাবনে
  • প্রাথমিক শিক্ষকদের টানা আন্দোলনে বার্ষিক পরীক্ষার ওপর প্রভাব পড়ার শঙ্কা
  • গুলিতে নিহত মামুন কোর্টে গিয়েছিলেন হাজিরা দিতে
  • ‘কালো হেলমেট পরা দুজন বাইকে এসে ককটেল ফাটিয়ে চলে যায়’
  • বিনা শুল্কে কয়টি মুঠোফোন আনতে পারবেন বিদেশফেরত যাত্রীরা
  • যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নিহত ৬৯ হাজার ছাড়াল
  • কত টাকা আয় করেছে রাশমিকার নতুন সিনেমা?
  • নাটোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২০