কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে মারা গেছেন। দ্য হিন্দু, এনডিটিভি, ফিল্মফেয়ারসহ ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। বেশ কিছুদিন ধরে তাঁর মৃত্যুর গুজব ছড়াচ্ছিল। পবন হংসে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে, যেখানে অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ অনেকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। ধর্মেন্দ্রের জন্ম ১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানায়। 'শোলে', 'চুপকে চুপকে' তাঁর কালজয়ী সিনেমা। হেমা মালিনীর সঙ্গে তাঁর জুটি ছিল দর্শকপ্রিয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) উপজেলার হারবাং নতুন বাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হারবাং রেলওয়ে স্টেশনের ইনচার্জ রশিদুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, গত রাতে সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

কক্সবাজার রেলওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, ‘‘নিহত ব্যক্তির একটি পা বিচ্ছিন্ন এবং মাথা, হাত ও বুকের পাঁজরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দাফনের জন্য হস্তান্তর করা হবে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ