Samakal:
2025-07-31@12:57:50 GMT

শারজাহ ভুলে লাহোরে আশা

Published: 28th, May 2025 GMT

শারজাহ ভুলে লাহোরে আশা

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে যে কয়টি দেশ পাকিস্তানে বেশি খেলতে গেছে, বাংলাদেশ তার অন্যতম। ২০২০ সালে দ্বিপক্ষীয় সিরিজ, ২০২৩ সালের এশিয়া কাপ আর গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলেছে তারা। রাওয়ালপিন্ডি ও লাহোরে খেলা হয়েছে বেশি। লিটন কুমার দাসরা গাদ্দাফি স্টেডিয়ামে টি২০, ওয়ানডে দুই সংস্করণই খেলেছেন। হার-জিত উভয় স্বাদ নেওয়া হয়েছে। 

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ জিততে পারলেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অভিজ্ঞতা সুখকর নয়। সাদা বলের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি লিটনরা। এবার গেরো খোলার পালা। কারণ পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে না পারলে সমর্থকরা নেতিবাচক ধারণার ভেতরে থাকবেন। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারের ক্ষতকে খুঁচিয়ে রক্তাক্ত করবেন সমালোচকরা। তাই আমিরাতের কাছে সিরিজ হারে হৃত আত্মবিশ্বাস ফেরাতে জয়ের বিকল্প নেই। কোচ ফিল সিমন্সের প্রত্যাশা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতবেন। অধিনায়ক লিটন কুমার দাসও গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দৃঢ়তার সঙ্গে বলেছেন, বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম তারা। 
বাংলাদেশ টি২০ ক্রিকেটে অত ভালো খেলে না। পছন্দের ওয়ানডে সংস্করণেও খারাপ সময় পার করছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। 

লাহোরের সংবাদ সম্মেলনে তা মেনে নিয়ে লিটন বলেন, ‘আমরা ধারাবাহিক দল হলে র‍্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কোথাও না কোথাও খুঁত আছে। সে খুঁত সারানোর চেষ্টা করা হচ্ছে। আশা করি, সামনে ভালো কিছু হবে।’

ভারতের সঙ্গে সামরিক লড়াইয়ের পর কিছু সীমাবদ্ধতা মেনে নিয়ে সিরিজ আয়োজন করে পিসিবি। পাঁচ ম্যাচের সিরিজ কমে হয়েছে তিন ম্যাচ, ডিআরএস ছাড়াই খেলতে হচ্ছে। এর পরও বাংলাদেশ সিরিজ খেলায় কৃতজ্ঞ দেশটি। তবে দেশটির সাংবাদিকরা ঠিকই লিটনকে দলের নেতিবাচক দিকগুলো মনে করিয়ে দেন।

ইউএইর কাছে হারের পর দলকে উজ্জীবিত করার চ্যালেঞ্জ কতটা জানতে চাইলে লিটন বলেন, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে এটি একটি নতুন সিরিজ। দক্ষতা কাজে লাগানোর চেষ্টা থাকবে। এটা ভিন্ন বলের গেম। আমাদের বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারি। অতীতে কী হয়েছে, সেগুলো নিয়ে ভাবছি না। আমরা আগামীর কথা ভাবছি।’

বাংলাদেশের মতো পাকিস্তান দলটিও ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ মাথায় রেখে গড়া। যে কারণে শাহিন আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। বর্তমান প্রজন্ম আবার টি২০ পারদর্শী। চার-ছক্কা হাঁকাতে পারে। এই ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ দিতেই গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট করা হয়েছে ব্যাটিংবান্ধব। পিএসএলের মতো আজকের ম্যাচেও বড় স্কোর হবে বলে মনে করেন টাইগার দলপতি। সমস্যা হচ্ছে লাহোরে পাকিস্তানের বিপক্ষে বড় ইনিংস খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের। ২০২০ সালে খেলা দুই ম্যাচ টি২০ সিরিজে দলীয় সংগ্রহ ছিল ১৪১ ও ১৩৪ রানের। এশিয়া কাপের ওয়ানডে ম্যাচেও লড়াই জমাতে পারেনি। 

তবে এবার ভালো খেলতে প্রেরণা তাড়া দিচ্ছে ইউএইর কাছে হারের ক্ষত আর লাহোরে আগে খেলার অভিজ্ঞতা। এ ভেন্যুতে বর্তমান দলের ৯ জন ম্যাচ খেলেছে। এ কারণে সিরিজে দল হিসেবে জ্বলে ওঠার সম্ভাবনা দেখেন লিটন। তাঁর মতে, ‘আমার ব্যাটিং রোল গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখতে। তবে আমাদের দলের অনেক ব্যাটার ভালো ছন্দে আছে। দল হিসেবে ছন্দ দেখাতে পারলে ভালো কিছু হবে।’ এই ভালো শুরুতেই হোক।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের স্থপতি বরখাস্

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অসদাচরণের  অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হ‌লেন: গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী  আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোছাঃ রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এ সকল কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

জানা গে‌ছে, মনিরুজ্জামান মনি টরেন্টো ইউনিভার্সিটিতে ডক্টোরাল প্রোগ্রামে অংশ নিতে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত ছুটি কাটানোর পর পরবর্তী সময়ে অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে বরখাস্ত করা হয়। 

আবদুল্লা আল মামুন পিএইচ.ডি করতে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে  ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক তাকে ১৫ মে ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।    

মোছাঃ রাহানুমা তাজনীন ২০২১ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত ছুটিতে ছিলেন। ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তাকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।   

ফারহানা আহমেদ ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর  থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। তাকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

মফিজুল ইসলাম ২০২৩ এর ২০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি কাটালেও পরে ছুটি না নিয়ে অফিসে  অনুপস্থিত। তাকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

শিরাজী তারিকুল ইসলামও ২০২২ সালের ১২ মে থেকে ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত। তাকে ২১ মে ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালে টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে চার পরিবর্তন
  • নওগাঁয় স্কুলছাত্র হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, দুজনের ১০ বছর করে কারাদণ্ড
  • কর্মস্থলে অনুপস্থিত, পাঁচ প্রকৌশলী ও এক স্থপতি বরখাস্ত
  • গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের স্থপতি বরখাস্
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
  • গাজায় হামলার নিন্দা জানালেও ইসরায়েলের সঙ্গে কেন বাণিজ্য চালিয়ে যাচ্ছে এসব দেশ
  • গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো
  • আলোচিত ষোড়শী আইনার পারিশ্রমিক কত?
  • গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: বলছে ইসরায়েলভিত্তিক দুই মানবাধিকার সংস্থা