কারা হচ্ছেন নতুন হ্যারি, রন আর হারমায়নি?
Published: 28th, May 2025 GMT
এইচবিও ‘হ্যারি পটার’ টিভি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছিল ২০২৩ সালে। ‘হ্যারি পটার’-এর বই অবলম্বনে পূর্ণাঙ্গ একটি সিরিজ আসতে চলেছে, এ খবরে দারুণ খুশি ছিলেন ‘পটারহেড’রা। এরপর কেটে গেছে দুই বছরের বেশি সময়। অবশেষে এইচবিও ও ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে কে কে অভিনয় করছে সিরিজটির কেন্দ্রীয় তিন চরিত্রে। গতকাল মঙ্গলবার রাতে প্ল্যাটফর্মটির এক অফিশিয়াল ঘোষণায় এসব তথ্য জানানো হয়।
হ্যারি পটারের ভূমিকায় দেখা যাবে ডমিনিক ম্যাকলাকলিনকে। হারমায়নি গ্রেঞ্জার চরিত্রে আরাবেলা স্ট্যানটন ও রন উইসলি হবেন আলাস্টার স্টাউট। জে কে রাওলিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ ২০০১ সালে মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি তারকা হয়ে ওঠে ড্যানিয়েল রেডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট। হ্যারি, হারমায়নি ও রন চরিত্রে অভিনয় করে তারা। পরবর্তী সময় এই ত্রয়ীকে দেখা যায় ‘হ্যারি পটার’ সিরিজের বাকি সাত সিনেমাতেও।
২০১১ সালে যখন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির শেষে সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট ২’ মুক্তি পায়। দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা হ্যারি-ভক্তদের প্রচণ্ড মন খারাপ হয়। অনেকেই ভেবেছিলেন, হয়তো নতুন কিস্তি আসবে, কিন্তু পরে আর তা হয়নি। তাই শেষ সিনেমা মুক্তির এক যুগ পরে যখন এইচবিও সিরিজ বানানোর ঘোষণা দেয়, সবাই নড়েচড়ে বসে। কিন্তু ঘোষণার পর দুই বছরেও যখন আর সিরিজটি নিয়ে নতুন খবর মিলছিল না, তখন ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল বৈকি। তবে গতকালের ঘোষণায় সব জল্পনার অবসান হয়েছে।
২০২৩ সালের এপ্রিল মাসে এইচবিও ‘হ্যারি পটার’ নিয়ে নতুন সিরিজের ঘোষণা দেয়। এরপরই শুরু হয় প্রধান তিন চরিত্রের জন্য শিল্পীর খোঁজ। অডিশনের জন্য ৩০ হাজারের বেশি আবেদন জমা পড়ে।
সিরিজের নির্বাহী প্রযোজক ফ্রানচেস্কা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড যৌথ বিবৃতিতে বলেন, ‘কাস্টিং পরিচালক লুসি বিউভান ও এমিলি ব্রকমানের নেতৃত্বে আমরা আমাদের পরবর্তী হ্যারি, রন আর হারমায়নিকে খুঁজে পেয়েছি। এই তিনজন অভিনেতাই অসাধারণ প্রতিভাবান। আমরা অধীর আগ্রহে তাদের পর্দায় দেখার জন্য অপেক্ষা করছি।’ বিবৃতিতে তাঁরা আরও বলেন, ‘হাজার হাজার শিশু-কিশোর অডিশন দিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ। প্রতিভাবানদের খুঁজে পাওয়া সত্যিই আনন্দের।’
হ্যারি পটার চরিত্রের জন্য নির্বাচিত ডমিনিক ম্যাকলাকলিন অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজ ‘গিফটেড’, কমেডি সিনেমা ‘গ্রো’-তে অভিনয় করেছেন। ‘গ্রো’-তে তাঁর সহ–অভিনেতা হিসেবে কাজ করেছেন নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘ব্রিজারটন’-এর রোশুয়েল, ‘টেড লাসো’-এর জেরেমি সুইফট। রন উইসলি চরিত্রে আলাস্টার স্টাউটের হবে বড় পর্দার এটিই প্রথম কাজ। তবে এ তিনজনের মধ্যে সবচেয়ে ছোট হারমায়নি গ্রেঞ্জার চরিত্রের জন্য নির্বাচিত হয় আরাবেলা স্ট্যানটন। এই বয়সেই তার রয়েছে মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা। ২০২৩ থেকে ২০২৪ সালে সে লন্ডনের ওয়েস্টএন্ডে ‘মাটিল্ডা-দ্য মিউজিক্যাল’-এর ম্যাটিল্ডা চরিত্রে অভিনয় করে। তার আবেগপ্রবণ অভিনয়শৈলীতে দর্শকদের মুগ্ধ করে।
সিরিজটিতে আরও দেখা যাবে ‘দ্য ক্রাউন’, ‘কনক্লেভ’ অভিনেতা জন লিথগো, ‘মিশন: ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর জ্যানেট ম্যাকটিয়ারসহ অনেককে।
ব্রিটিশ লেখিকা জে কে রাওলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের সাতটি বই রয়েছে। সাতটি বই অবলম্বনে ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত আটটি সিনেমা বানানো হয়। সিনেমার পর্দার হ্যারি পটারের বিশাল জাদুর দুনিয়ার খুব কম জিনিসই ফুটে উঠেছে। এত কম সময় সিনেমা দেখে পটারপ্রেমীদের যে মন ভরত না, তা বলাই বাহুল্য। তাই এইচবিও থেকে যখন ঘোষণা আসে, সিরিজটি হবে সত্যিকার অর্থেই হ্যারি পটার বইয়ের পূর্ণাঙ্গ রূপান্তর, তখন পটারপ্রেমীদের মধ্যে আলোড়ন ওঠে।
এ ব্যাপারে এইচবিও ও প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘এক দশকব্যাপী এ টেলিভিশন সিরিজে জাদু দুনিয়ার প্রতিটি কোনা ঘুরে দেখা হবে। নতুন সিরিজটি ভরা থাকবে সেই জাদুময়তার বিশদ বর্ণনা, প্রিয় সব চরিত্র আর দারুণ দৃশ্যে, যা গত পঁচিশ বছরে হ্যারি পটার–ভক্তদের হৃদয় জয় করে এসেছে।’
টিভি সিরিজ নির্মাণের সঙ্গে লেখিকা জে কে রাওলিং সক্রিয়ভাবে যুক্ত থাকবেন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিরিজটি টেলিভিশনে প্রচারের উপযোগী করে তুলতে সাহায্য করবেন তিনি।
সিরিজটি লিখছেন ও শো রানারের দায়িত্ব পালন করছেন ফ্রানচেস্কা গার্ডিনার। একাধিক পর্ব পরিচালনা করবেন ও প্রযোজনা করছেন মার্ক মাইলড। এইচবিওর হয়ে এটি তৈরি হচ্ছে ব্রন্টে ফিল্ম অ্যান্ড টিভি ও ওয়ার্নার ব্রোস টেলিভিশন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন লেখিকা জে কে রাউলিং, নিল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস (ব্রন্টে ফিল্ম অ্যান্ড টিভি) এবং ডেভিড হেইম্যান (হেইডে ফিল্মস)।
তথ্যসূত্র: ভ্যারাইটি, ভ্যানিটি ফেয়ার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এইচব ও স র জট চর ত র র জন য
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫