বৃষ্টিতে মৌলভীবাজার শহরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা
Published: 1st, June 2025 GMT
টানা ও ভারী বর্ষণে মৌলভীবাজার শহরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। অনেকগুলো সড়ক তাৎক্ষণিক পানিতে ডুবেছে। শহরের বিভিন্ন এলাকার দোকান ও বাসাবাড়িতে পানি উঠেছে। দুর্ভোগে পড়তে হয়েছে নিচু এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীকে। বৃষ্টির পানি সরে যেতে সময় লাগছে। এক দিন পরও নিচু এলাকায় পানি থেকে যেতে দেখা গেছে; সঙ্গে আছে ধারাবাহিক বৃষ্টি।
মৌলভীবাজারে গতকাল শনিবার প্রায় সারা দিন থেমে থেমে ভারী বর্ষণ হয়েছে। এতে শহরের অনেকগুলো প্রধান ও অলিগলির সড়ক নালার পানিতে ডুবে যায়। পূর্ব গির্জাপাড়াসহ নিচু এলাকার অনেক বাসাবাড়িতে পানি উঠেছে। অনেককে বাসাবাড়ি ছাড়তে হয়েছে। এই জলাবদ্ধতার কারণ ভারী বর্ষণ, নালাগুলোয় ইচ্ছেমতো ময়লা–আবর্জনা ফেলে ভরাট করা।
শহরের পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম কোদালীছড়ার ভাটির দিকে বিভিন্ন স্থানে শুকনা মৌসুমে সেচের জন্য বাঁধ দেওয়া। মাছ ধরার জন্য ফাঁদ পেতে রাখাসহ বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব কারণে কোদালীছড়া দিয়ে পানি দ্রুত প্রবাহিত হতে পারছে না, শহরে বৃষ্টির পানি ফুলে–ফেঁপে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরছিল। বিকেল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। শুরু হয় ভারী বর্ষণ। বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারেনি। শহরের বিভিন্ন স্থানে তৈরি হতে থাকে জলাবদ্ধতা। শহরের এম সাইফুর রহমান সড়কের বিভিন্ন স্থান, শান্তিবাগ স্কুল রোড, সৈয়দ মুজতবা আলী সড়ক, কাশীনাথ রোড, লক্ষ্মীবালা স্কুল রোড, পূর্ব গির্জাপাড়া সড়ক, টিবি হাসপাতাল সড়ক, পশ্চিমবাজারসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। পূর্ব গির্জাপাড়া এলাকায় সড়কের বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি হয়েছে। অনেক বাসার ভেতর পানি ঢুকে যায়। অনেককে বাসা ছেড়ে অন্যত্র সরে যেতে হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রচুর বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা হয়েছে। এত বৃষ্টি ধারণ করার মতো জলাধার শহরে নেই। অন্যদিকে পানিনিষ্কাশনের যেসব নালা আছে, সেই নালাগুলোর একসঙ্গে এত পানি টেনে নেওয়ার সক্ষমতা নেই। এ ছাড়া একটা সময় শহরের পূর্বাঞ্চলে ফাটাবিলের বিশাল এলাকা অনেক পানি ধারণ করতে পারত। আশপাশের বৃষ্টির পানি দ্রুত ফাটাবিলে এসে জমাট হতো। কিন্তু কয়েক বছর ধরে ফাটাবিলের সেই প্রকৃতি–পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে। নিচু এলাকা ভরাট করে অপরিকল্পিতভাবে বাসাবাড়ি গড়ে তোলা হয়েছে। এতে একদিকে জল ধারণের জায়গা কমে গেছে। অন্যদিকে পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। এতে পানি ফুলে–ফেঁপে উঠছে।
ফাটাবিল এলাকায় জলাবদ্ধতা। রোববার সকালে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়ক-সংলগ্ন এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এল ক র এল ক য় শহর র র শহর
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে