কারা ফটকে নোবেলের বিয়ে, দেনমোহর কত
Published: 20th, June 2025 GMT
ছয় বছরের পেশাদার সংগীতজীবনে মাঈনুল আহসান নোবেল যতটা আলোচিত, ঠিক তার চেয়ে যেন বেশি সমালোচিত। একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন জি বাংলার সারেগামাপা দিয়ে পরিচিতি পাওয়া নোবেল। অনেক সম্ভাবনা নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হলেও, গানের বাইরের ঘটনা তাঁকে পেছনে টেনে ধরে। এবার সমালোচিত হয়েছেন এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায়। এরই মধ্যে টাঙ্গাইলের সেই নারীর করা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন নোবেল। গতকাল বৃহস্পতিবার দুপুরে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মাইনুল আহসান নোবেল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘সাইয়ারা’–জাদু আর কত দিন
গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘সন অব সরদার ২’ ও ‘ধড়ক ২’ বক্স অফিসে এখনো ধুঁকছে, তবে এখনো দুর্বার গতিতে এগিয়ে চলছে মোহিত সুরির ‘সাইয়ারা’। কিন্তু বক্স অফিসে সিনেমাটির দাপট আর কত দিন থাকবে?
১৮ জুলাই মুক্তি পায় মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’। একদিকে নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা, অন্যদিকে ঝলসে ওঠা পপ–কালচার মুহূর্ত—সব মিলিয়ে ছবিটি জেন–জেড প্রজন্মের এক দারুণ পছন্দ হয়।
মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করে চলেছে। ৮ আগস্ট তিন সপ্তাহ পূর্ণ করতে চলেছে ‘সাইয়ারা’। এরই মধ্যে গতকাল সোমবার সিনেমাটি ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে। একই সময়ে মুক্তি পাওয়া বড় তারকা অজয় দেবগনের ‘সন অব সরদার ২’ কিংবা ধর্ম প্রোডাকশনের ‘ধড়ক ২’–এর মতো ছবিকে রীতিমতো চাপে ফেলেছে দুই নবীন তারকার ‘সাইয়ারা’।
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য। ইনস্টাগ্রাম থেকে