কারা ফটকে নোবেলের বিয়ে, দেনমোহর কত
Published: 20th, June 2025 GMT
ছয় বছরের পেশাদার সংগীতজীবনে মাঈনুল আহসান নোবেল যতটা আলোচিত, ঠিক তার চেয়ে যেন বেশি সমালোচিত। একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন জি বাংলার সারেগামাপা দিয়ে পরিচিতি পাওয়া নোবেল। অনেক সম্ভাবনা নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু হলেও, গানের বাইরের ঘটনা তাঁকে পেছনে টেনে ধরে। এবার সমালোচিত হয়েছেন এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায়। এরই মধ্যে টাঙ্গাইলের সেই নারীর করা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন নোবেল। গতকাল বৃহস্পতিবার দুপুরে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মাইনুল আহসান নোবেল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফোডেনের জোড়া গোল, ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি ৪:১ ডর্টমুন্ড
আর্লিং হলান্ডের জন্য ম্যাচটা ছিল সাবেক ক্লাবের সঙ্গে সাক্ষাতের। সেই সাক্ষাৎ তিনি রাঙিয়েছেন গোল করে। গোল করেছেন রায়ান চেরকিও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে আজ ম্যানচেস্টার সিটির হয়ে সব আলো কেড়েছেন ফিল ফোডেন।
গোল করেছেন দুটি, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।
সব মিলিয়ে তিনজনের গোলদাতার খাতায় নাম লেখানোর ম্যাচে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
বিস্তারিত আসছে।