বন্দরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, ২ নারী গ্রেপ্তার
Published: 20th, June 2025 GMT
বন্দরে যৌথ বাহিনী বিশেষ অভিযানে মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্র সহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার শাহী মসজিদস্থ বৌবাজার এলাকার চাঁন মিয়ার মেয়ে, রফিক মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৫০) ও একই এলাকার আনোয়ারের স্ত্রী শান্তি বেগম (৪৮)।
শুক্রবার (২০ জুন) সকালে উল্লেখিত এলাকায় মেজর আফসান ও ক্যাপ্টেন রাজিব (৭ ফিল্ড রেজিঃ আর্টিলারি)র নেতৃত্বে যৌথ বাহিনী এ বিশেষ অপারেশন পরিচালনা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজু করেছে।
জানাগেছে, বন্দরের সালেহনগর বউবাজার শাহী মসজিদ এলাকার চাঁন মিয়ার মেয়ে, রফিক মিয়ার স্ত্রী মাজেদা বেগম ও আনোয়ারের স্ত্রী শান্তি বেগম মাদক কারবারিসহ নানা কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে ২১ পিচ ইয়াবা, ১২ টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ২৩টি বাটন মোবাইল সেট, ২টি টেপ, ১টি চাপাতি, ১ টি টেটা, ২ টি চায়না কুড়াল, ১১ টি ছুরি, ১টি ওয়েট মিশিন, ১টি ক্যামেরা, ১ টি সুইচগিয়ার, নগদ ৩ লাখ ২০ হাজার ২শ ২৫ টাকা উদ্ধার করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বিসিবির নির্বাচন ৬ অক্টোবর: ষড়যন্ত্র হলে ঘেরাওয়ের হুমকি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচন আগামী ৬ অক্টোবর। আজ ঘোষিত নির্বাচনের তফসিলে এই তথ্য জানানো হয়েছে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকেই ওই দিনই বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচন হবে।
বিসিবির সাধারণ পরিষদের সদস্যরাই (কাউন্সিলর) পরিচালক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সর্বশেষ বিসিবি নির্বাচনে কাউন্সিলদের সংখ্যা ছিল ১৭০ জনের মতো। তবে এবার কাউন্সিলর, অর্থাৎ ভোটারের সংখ্যা বাড়বে।
প্রথমে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। পরে তা দুই দফা বাড়িয়ে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টায়। তফসিল অনুযায়ী কাল সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি।
কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় দুই দফা বাড়ানোর প্রতিবাদে আজ সন্ধ্যায় রাজধানীর ফার্স হোটেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ নির্বাচনে অংশ নিতে যাওয়া একটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। তাদের দাবি, এটি বিসিবির গঠনতন্ত্রের লঙ্ঘন।
বিসিবি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তামিম ইকবাল