বন্দরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, ২ নারী গ্রেপ্তার
Published: 20th, June 2025 GMT
বন্দরে যৌথ বাহিনী বিশেষ অভিযানে মাদক দ্রব্য ও দেশীয় অস্ত্র সহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার শাহী মসজিদস্থ বৌবাজার এলাকার চাঁন মিয়ার মেয়ে, রফিক মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৫০) ও একই এলাকার আনোয়ারের স্ত্রী শান্তি বেগম (৪৮)।
শুক্রবার (২০ জুন) সকালে উল্লেখিত এলাকায় মেজর আফসান ও ক্যাপ্টেন রাজিব (৭ ফিল্ড রেজিঃ আর্টিলারি)র নেতৃত্বে যৌথ বাহিনী এ বিশেষ অপারেশন পরিচালনা করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজু করেছে।
জানাগেছে, বন্দরের সালেহনগর বউবাজার শাহী মসজিদ এলাকার চাঁন মিয়ার মেয়ে, রফিক মিয়ার স্ত্রী মাজেদা বেগম ও আনোয়ারের স্ত্রী শান্তি বেগম মাদক কারবারিসহ নানা কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে ২১ পিচ ইয়াবা, ১২ টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ২৩টি বাটন মোবাইল সেট, ২টি টেপ, ১টি চাপাতি, ১ টি টেটা, ২ টি চায়না কুড়াল, ১১ টি ছুরি, ১টি ওয়েট মিশিন, ১টি ক্যামেরা, ১ টি সুইচগিয়ার, নগদ ৩ লাখ ২০ হাজার ২শ ২৫ টাকা উদ্ধার করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলো আজকের (৬ নভেম্বর) মধ্যে তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
‘দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪’
তৃতীয় খসড়া তালিকা প্রকাশ, বাড়ল ভোটার
চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে যাচাই করবেন। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন এনআইডি মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বা তার পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে তা বাতিল করা হবে না। সেক্ষেত্রে প্রতিবেদনের ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
ঢাকা/এএএম/ইভা