রামপুরায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ছিনতাই
Published: 21st, June 2025 GMT
রাজধানীর রামপুরায় ছিনতাইকারীরা আল মামুন (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আল মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে আল মামুনের বড় ভাই আল আমিন প্রথম আলোকে জানান, পশ্চিম রামপুরা বাগিচারটেক এলাকায় আল মামুনের বাসা। সেখানে তাঁর বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সন্ধ্যায় বাসা থেকে তিনি বাগিচারটেক ৩ নম্বর গলির আনসার ক্যাম্প–সংলগ্ন জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে স্থানীয় মাদকসেবীরা তাঁকে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ম ম ন
এছাড়াও পড়ুন:
আজকের মধ্যে প্রবাসী ভোটারদের আবেদন তদন্ত শেষ করার নির্দেশ ইসির
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলো আজকের (৬ নভেম্বর) মধ্যে তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
‘দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪’
তৃতীয় খসড়া তালিকা প্রকাশ, বাড়ল ভোটার
চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে যাচাই করবেন। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন এনআইডি মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, ১ সেপ্টেম্বর বা তার পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে তা বাতিল করা হবে না। সেক্ষেত্রে প্রতিবেদনের ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ উল্লেখ করতে হবে। পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
ঢাকা/এএএম/ইভা