বন্দরে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
Published: 21st, June 2025 GMT
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দোকান থেকে ডেকে নিয়ে আবদুল কুদ্দুস (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শনিবার (২১ জুন) রাতে ২২ নং ওয়ার্ড বন্দরের শাহী মসজিদ হাফেজিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস বন্দরে শাহী মসজিদ হাফেজিবাগ এলাকার বাসিন্দা। এ দিকে কুদ্দুসের লাশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিপক্ষ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক নিয়ন্ত্রণ ও বন্দর বাসস্ট্যান্ডের অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ বিএনপি সমর্থক বাবু-মেহেদি ও রনি-জাফর এই দুই গ্রুপের মধ্যে সংঘাত সংঘর্ষ চলছিল। শুক্রবার বিবাদমান দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হন।
শনিবার দুপুরে সাবেক কাউন্সিলর হান্নান সরকার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংশার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর শনিবার রাতে রনি-জাফর গ্রুপের পারভেজের বাবা আবদুল কুদ্দুস চা খেতে বন্দর স্ট্যান্ডে যান। এ সময় তাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
হাফেজিবাগ এলাকার জাফর জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার সমর্থক। বাবু-মেহেদি গং আশার নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে।
তিনি প্রতিবাদ করায় বাবু-মেহেদি গ্রুপ তাকে হত্যার হুমকি দেয়। এর জের ধরে তারা পারভেজের বাবা আবদুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে রাত ১১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। কুদ্দুসের লাশ তার স্বজনরা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় বলে তিনি জানান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য সন ত র স ন র য়ণগঞ জ এল ক য়
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি ‘চিংড়ি মালাইকারি’
ব্রিটিশ শেফ শন কেনওয়ার্দি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত মেন্যু কার্ডগুলো সংগ্রহ করেছেন এবং বেশ কিছু রেসিপি নিয়ে গবেষণাও করেছেন। জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রেসিপিগুলোর মধ্যে একটি ছিলো নারকেল চিংড়ি বা চিংড়ি মালাইকারি। স্বাদে-গন্ধে ভরপুর এই রেসিপি নিজেই তৈরি করে নিন।
উপকরণ
চিংড়ি: ১ কেজি
নারকেলের দুধ: ৩ কাপ
নারকেল বাটা: ১ কাপ
পেঁয়াজ কুচি: ১ কাপ
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
ঘি: ১ কাপ
ধনে গুঁড়া: ২ চা-চামচ
মরিচ গুঁড়া: ২ চা-চামচ
তেজপাতা: ২টি
এলাচ: ৩-৪টি
দারুচিনি: ২ ইঞ্চির ১টি
লবঙ্গ: ৩-৪টি
আস্ত ছোট পেঁয়াজ: ৮ টি
লেবুর রস: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ: ৮টি
চিনি: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো।
প্রথম ধাপ
আরো পড়ুন:
আপেল দিয়ে চা বানিয়েছেন? তিন ধাপে বানিয়ে নিন আপেলের চা
বৃষ্টি এলেই কেন খিচুড়ি রান্না করা হয়?
প্রথমে চিংড়ি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লেজসহ এক পাশে রেখে দিন।
দ্বিতীয় ধাপ
এ পর্যায়ে চুলায় কড়াই গরম করে নিন। তাতে এক কাপ ঘি ঢেলে দিন। ঘি গরম হয়ে এলে একে একে পেঁয়াজ কুচি, তেজপাতা ছেড়ে দিন। পেঁয়াজ সামান্য লাল হয়ে এলেই ৩ কাপ পানি দিয়ে দিন। এরপর কিছু সময় জ্বাল দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এলাচি, দারুচিনি, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, ধনে, জিরা এবং মরিচের গুঁড়া দিয়ে দিন। তারপর আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে অল্প অল্প নারকেলের পানি দিয়ে কষিয়ে নিতে পারেন।
তৃতীয় ধাপ
তরকারি থেকে তেল এবং মসলা আলাদা হয়ে এলে এতে নারকেল বাটা দিয়ে অল্প কষিয়ে নিন। কষানো মসলার মধ্যে আস্ত পেঁয়াজ ও চিংড়ি ছেড়ে দিয়ে ২ মিনিট ভালো করে কষান।
চতুর্থ ধাপ
শেষ পর্যায়ে এসে নারকেলের ঘন দুধ দিয়ে দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। সুগন্ধ ঠিক রাখার জন্য মাঝারি আঁচে রান্না করুন। ২ মিনিট পরেই ঢাকনা খুলে তাতে স্বাদমতো লবণ, চিনি এবং লেবুর রস দিয়ে দিন। ব্যাস, পরিবেশনের জন্য রেডি চিংড়ির মালাইকারি।
ঢাকা/লিপি