বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দোকান থেকে ডেকে নিয়ে আবদুল কুদ্দুস (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শনিবার (২১ জুন) রাতে ২২ নং ওয়ার্ড বন্দরের শাহী মসজিদ হাফেজিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস বন্দরে শাহী মসজিদ হাফেজিবাগ এলাকার বাসিন্দা। এ দিকে কুদ্দুসের লাশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিপক্ষ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক নিয়ন্ত্রণ ও বন্দর বাসস্ট্যান্ডের অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ বিএনপি সমর্থক বাবু-মেহেদি ও রনি-জাফর এই দুই গ্রুপের মধ্যে সংঘাত সংঘর্ষ চলছিল। শুক্রবার বিবাদমান দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হন। 

শনিবার দুপুরে সাবেক কাউন্সিলর হান্নান সরকার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংশার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর শনিবার রাতে রনি-জাফর গ্রুপের পারভেজের বাবা আবদুল কুদ্দুস চা খেতে বন্দর স্ট্যান্ডে যান। এ সময় তাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

হাফেজিবাগ এলাকার জাফর জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার সমর্থক। বাবু-মেহেদি গং আশার নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে।

তিনি প্রতিবাদ করায় বাবু-মেহেদি গ্রুপ তাকে হত্যার হুমকি দেয়। এর জের ধরে তারা পারভেজের বাবা আবদুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিলে রাত ১১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। কুদ্দুসের লাশ তার স্বজনরা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় বলে তিনি জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য সন ত র স ন র য়ণগঞ জ এল ক য়

এছাড়াও পড়ুন:

বিসিবির নির্বাচন ৬ অক্টোবর: ষড়যন্ত্র হলে ঘেরাওয়ের হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহু প্রতীক্ষিত নির্বাচন আগামী ৬ অক্টোবর। আজ ঘোষিত নির্বাচনের তফসিলে এই তথ্য জানানো হয়েছে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকেই ওই দিনই বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচন হবে।

বিসিবির সাধারণ পরিষদের সদস্যরাই (কাউন্সিলর) পরিচালক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সর্বশেষ বিসিবি নির্বাচনে কাউন্সিলদের সংখ্যা ছিল ১৭০ জনের মতো। তবে এবার কাউন্সিলর, অর্থাৎ ভোটারের সংখ্যা বাড়বে।

প্রথমে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ সেপ্টেম্বর। পরে তা দুই দফা বাড়িয়ে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টায়। তফসিল অনুযায়ী কাল সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি।

কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় দুই দফা বাড়ানোর প্রতিবাদে আজ সন্ধ্যায় রাজধানীর ফার্স হোটেলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ নির্বাচনে অংশ নিতে যাওয়া একটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। তাদের দাবি, এটি বিসিবির গঠনতন্ত্রের লঙ্ঘন।

বিসিবি নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তামিম ইকবাল

সম্পর্কিত নিবন্ধ