ক্যাচ তুলেই দিয়েছিলেন হ্যারি ব্রুক। ব্যাট করতে নেমে হাঁসফাঁস করতে থাকা ইংলিশ ব্যাটসম্যান দিনের শেষ ওভারে যশপ্রীত বুমরার বলে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ সিরাজের হাতে। তবে আম্পায়ার দিলেন সংকেত—‘নো’। দিনের শেষ ওভার করতে গিয়ে এটি ছিল বুমরার তৃতীয় ‘নো’ ডেলিভারি। আগের দুটিতে একটি করে বাড়তি রান চলে যাওয়ার ক্ষতি গায়ে না লাগলেও ব্রুককে ‘জীবন’ দেওয়া নিশ্চয়ই আক্ষেপে পোড়াতে পারে।

শেষবেলায় কিছুটা আক্ষেপ থাকলেও দিনটা ভারতের জন্য একেবারে মন্দ যায়নি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৯ রান তুলতে গিয়ে হারিয়েছে ৩ উইকেট। সব কটি উইকেটই নিয়েছেন বুমরা। তবে ইংল্যান্ডের বড় স্বস্তি, এক প্রান্ত আগলে রেখেছেন ওলি পোপ। তিন নম্বরে এই ডানহাতি ব্যাটসম্যান দ্বিতীয় দিনের শেষে ১০০ রান নিয়ে অপরাজিত।

হেডিংলিতে পাঁচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের দ্বিতীয় দিনটা শেষ আধা ঘণ্টার আগপর্যন্ত বেশ ভালোই কেটেছে। ভারতকে প্রথম ইনিংসে ৪৭১ রানে গুটিয়ে দেওয়ার পর প্রথম ওভারে জ্যাক ক্রলিকে হারালেও পোপ আর বেন ডাকেট মিলে ভালো সামলে নিয়েছিলেন। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করার পর ডাকেট (৬২) আউট হলেও আরেকটি ভালো জুটি গড়ে তোলেন পোপ–জো রুট। দিনের খেলা যখন মিনিট বিশেক বাকি, তখনই ৮০ রানের জুটি ভাঙে রুটের আউটে (২৮)।

রুট, ডাকেট আর ক্রলি—তিনটি ভিন্ন সময়ের উইকেটই নিয়েছেন বুমরা। ক্রলি ও রুটকে স্লিপে করুন নায়ারের ক্যাচ বানিয়ে, ডাকেটকে বোল্ড করে।

১০০ রান করে অপরাজিত ওলি পোপ।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

ফোডেনের জোড়া গোল, ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি ৪:১ ডর্টমুন্ড

আর্লিং হলান্ডের জন্য ম্যাচটা ছিল সাবেক ক্লাবের সঙ্গে সাক্ষাতের। সেই সাক্ষাৎ তিনি রাঙিয়েছেন গোল করে। গোল করেছেন রায়ান চেরকিও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে আজ ম্যানচেস্টার সিটির হয়ে সব আলো কেড়েছেন ফিল ফোডেন।

গোল করেছেন দুটি, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

সব মিলিয়ে তিনজনের গোলদাতার খাতায় নাম লেখানোর ম্যাচে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

বিস্তারিত আসছে।

সম্পর্কিত নিবন্ধ