ক্যাচ তুলেই দিয়েছিলেন হ্যারি ব্রুক। ব্যাট করতে নেমে হাঁসফাঁস করতে থাকা ইংলিশ ব্যাটসম্যান দিনের শেষ ওভারে যশপ্রীত বুমরার বলে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ সিরাজের হাতে। তবে আম্পায়ার দিলেন সংকেত—‘নো’। দিনের শেষ ওভার করতে গিয়ে এটি ছিল বুমরার তৃতীয় ‘নো’ ডেলিভারি। আগের দুটিতে একটি করে বাড়তি রান চলে যাওয়ার ক্ষতি গায়ে না লাগলেও ব্রুককে ‘জীবন’ দেওয়া নিশ্চয়ই আক্ষেপে পোড়াতে পারে।

শেষবেলায় কিছুটা আক্ষেপ থাকলেও দিনটা ভারতের জন্য একেবারে মন্দ যায়নি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৯ রান তুলতে গিয়ে হারিয়েছে ৩ উইকেট। সব কটি উইকেটই নিয়েছেন বুমরা। তবে ইংল্যান্ডের বড় স্বস্তি, এক প্রান্ত আগলে রেখেছেন ওলি পোপ। তিন নম্বরে এই ডানহাতি ব্যাটসম্যান দ্বিতীয় দিনের শেষে ১০০ রান নিয়ে অপরাজিত।

হেডিংলিতে পাঁচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের দ্বিতীয় দিনটা শেষ আধা ঘণ্টার আগপর্যন্ত বেশ ভালোই কেটেছে। ভারতকে প্রথম ইনিংসে ৪৭১ রানে গুটিয়ে দেওয়ার পর প্রথম ওভারে জ্যাক ক্রলিকে হারালেও পোপ আর বেন ডাকেট মিলে ভালো সামলে নিয়েছিলেন। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করার পর ডাকেট (৬২) আউট হলেও আরেকটি ভালো জুটি গড়ে তোলেন পোপ–জো রুট। দিনের খেলা যখন মিনিট বিশেক বাকি, তখনই ৮০ রানের জুটি ভাঙে রুটের আউটে (২৮)।

রুট, ডাকেট আর ক্রলি—তিনটি ভিন্ন সময়ের উইকেটই নিয়েছেন বুমরা। ক্রলি ও রুটকে স্লিপে করুন নায়ারের ক্যাচ বানিয়ে, ডাকেটকে বোল্ড করে।

১০০ রান করে অপরাজিত ওলি পোপ।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিদের এক নম্বর গুণ আইকিউ নয়, জানাচ্ছেন নিউরোসায়েন্টিস্ট

একটু বিশ্রাম আর মনকে একটু নিজের মতো চলতে দিলে জীবনটা হয়ে ওঠে আরও বেশি সুন্দর ও সফল।
ভেবে দেখেছেন, যেটা সৃজনশীল কাজ, মানে লেখালেখি, পিয়ানো বাজানো, ছবি আঁকা ইত্যাদি কাজ কিন্তু একাকী বসেই করা যায় ভালো। কাজটিকে পুঙ্খানুপুঙ্খভাবে করতে চাইলে প্রয়োজন হয় একাগ্রতা আর একাকিত্ব।

এই যে একাকী মুহূর্তগুলো মস্তিষ্কের স্নায়ুগুলোর সঙ্গে নিজেদের যুক্ত করতে ব্যস্ত থাকে, এর ফলে নতুন নতুন কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ে, সৃজনশীলতার প্রতিফলন ঘটে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
এটা শুধু এক-দুজনের কথা নয়, বিশ্বের অনেক সফল ও বুদ্ধিমান ব্যক্তি নিজের সেরা আইডিয়াগুলো পেয়েছেন একাকী থেকে। মাইক্রোসফটের শুরুর দিকে বিল গেটস বছরে দুবার নির্জন কেবিনে চলে যেতেন সপ্তাহখানেকের জন্য।

সঙ্গী থাকত শুধু একগাদা বই। তিনি এর নাম দিয়েছিলেন ‘থিঙ্ক উইক’ বা ‘ভাবনার সপ্তাহ’। পুরো সপ্তাহ নির্জনে গিয়ে নিজের মতো করে ভাবতেন তিনি। একবার এই ‘থিঙ্ক উইক’ থেকে বিল গেটস খুঁজে পেয়েছিলেন ইন্টারনেট এক্সপ্লোরারের আইডিয়া।
শুধু নতুন আইডিয়া নয়, কাজে আটকে গেলে সেখান থেকে মুক্তি পেতেও একাকিত্ব দারুণ কাজের।

বিশ্বখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও বহুবিদ্যাজ্ঞ লেওনার্দো দা ভিঞ্চির কথাই ধরা যাক। ঘণ্টার পর ঘণ্টা তিনি তাকিয়ে থাকতেন তাঁর বিশ্বখ্যাত চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’-এর দিকে। এরপর একটি তুলির আঁচড় দিতেন ছবিতে। এই বিরতি তাঁর কাজকে করেছে অনন্য।

আরও পড়ুনবার্লি দিয়ে তৈরি এই পানীয় খেলে পাবেন ৫টি বিশেষ উপকার২ ঘণ্টা আগেমস্তিষ্ককে একাকী রাখতে করণীয়

মস্তিষ্ককে সঠিকভাবে কাজে লাগানোর জন্য ঠিক কতটা একাকী থাকা দরকার, তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। সাধারণত যত সময় আপনি নিজেকে দেবেন, একা থাকলে ভালো লাগবে, সেটাই আপনার মস্তিষ্কের জন্য ভালো। তবে শুধু একাকী থাকলেই হবে না, সেটিকে কাজে লাগাতেও জানতে হবে। সময়টাকে কার্যকর করতে কিছু পরামর্শ কাজে লাগাতে পারেন।

নিরিবিলি জায়গায় চলে যানঅভিনেত্রী সাদিয়া আয়মান যেমন একটা চরিত্র থেকে নতুন করে আরেকটা চরিত্রে ঢোকার আগে একটা ব্রেক নেন। কোথাও ঘুরতে যান

সম্পর্কিত নিবন্ধ