ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক কার্যক্রমের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ। ওআইসি  সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে বাংলাদেশের পক্ষে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো.

তৌহিদ হোসেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার এই আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করছে এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।’’ 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা এ সম্মেলনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে মারাত্মক লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন।

বাংলাদেশের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি অবিলম্বে ইসরায়েলের এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানান এবং শান্তি নিশ্চিত করতে কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, তিনি ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনেরও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ওআইসিকে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। 

‘‘আমাদের সংহতিকে কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে’’ —বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকটের কথাও তুলে ধরেন। আইসিজেতে ওআইসির আইনি পদক্ষেপ এবং ‘ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশন’-এ রোহিঙ্গা ইস্যুকে একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করায় ওআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো এবং আইসিজের চলমান মামলায় অর্থায়নের জন্য সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ইসলামভীতি মোকাবিলায় আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘ওআইসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে।’’ 

সম্মেলনের সাইডলাইনে তিনি মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

উল্লেখ্য, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এই দুদিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিকেলে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

ঢাকা/হাসান/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট আহ ব ন জ ন ন ইসর য় ল র র আহ ব ন ওআইস র র জন য র ওপর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুর ও আদাবর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদপুর থেকে ১২ জন এবং আদাবর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৫), পলাশ (২৩), রানা সরকার (২৫), ইমন (২৪), ইসমাইল (২০), সাব্বির (২২), মোহাম্মদ আলী (২৯), ইশতিয়াক (২৪), আসিফ (২৪), জসীম উদ্দিন (২৫), সাইদুর (৪৪) ও নয়ন ইব্রাহিম খলিল (১৯)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

আদাবর থানার বরাত দিয়ে বলা হয়, মঙ্গলবার আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নয়ন (১৯), মো. ওসমান ওরফে রুবেল (২০), মো. হাসান (১৯), মো. সজীব (১৮) ও মো. রাসেল (২৭)।

সম্পর্কিত নিবন্ধ