চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সিগারেট–সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৬টা ২০ মিনিটে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে গোয়েন্দা সংস্থা এনএসআই ও বিমানবন্দরের নিরাপত্তা শাখা এসব উদ্ধার করে।

বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী মোহাম্মদ আইয়ুব বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাচ্ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে তল্লাশির উদ্দেশ্যে সরিয়ে নেন। পরে সকাল ৭টা ১০ মিনিটে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেটে ব্যবহারের তরল পদার্থভর্তি বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ আইয়ুবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে সতর্ক করা হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জামের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’

মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।

লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।

ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন

সম্পর্কিত নিবন্ধ