আবুধাবি থেকে চট্টগ্রামে আসা যাত্রীর ব্যাগ তল্লাশি করে যা পাওয়া গেল
Published: 22nd, June 2025 GMT
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সিগারেট–সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৬টা ২০ মিনিটে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে গোয়েন্দা সংস্থা এনএসআই ও বিমানবন্দরের নিরাপত্তা শাখা এসব উদ্ধার করে।
বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী মোহাম্মদ আইয়ুব বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাচ্ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে তল্লাশির উদ্দেশ্যে সরিয়ে নেন। পরে সকাল ৭টা ১০ মিনিটে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেটে ব্যবহারের তরল পদার্থভর্তি বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ আইয়ুবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে সতর্ক করা হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জামের বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে হয়ে গেল কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা
কুড়িগ্রাম সদর উপজেলায় হয়ে গেলো পাঁচ দিনব্যাপী নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় প্রতিযোগিতার ফাইনাল খেলার আয়োজন করেন স্থানীয়রা। ব্যতিক্রম এ খেলা উপভোগ করেছেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ।
গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় চার থেকে পাঁচজন প্রতিযোগী ছিলেন। রবিবার বিকেলে ফাইনাল খেলায় সুযোগ পায় গরীবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ পাঁচটি দল। ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরীবের বন্ধু ভেলা দল।
আরো পড়ুন:
রাবিতে প্রযুক্তি প্রেমীদের নিয়ে ‘রোবটিড ২.০’
ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচ, দর্শকদের ঢল
আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে দুইটি খাসি তুলে দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলগুলোর হাতে যথাক্রমে একটি খাসি ও একটি রাজহাঁস তুলে দেওয়া হয়েছে।
প্রতিযোগিতা দেখতে আসা রবিন বলেন, “প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে গ্রামীণ জনপদের হাডুডু, গরুর মই দৌঁড়সহ অনেক ঐতিহ্যবাহী খেলা। নৌকা বাইচের মতো কলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখতে পেয়ে খুব আনন্দিত আমি। এবারই প্রথম গলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখলাম।”
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, “হাজারো মানুষ আনন্দ আর উল্লাস করে কলাগাছের ভেলা প্রতিযোগিতা উপভোগ করেছেন। গ্রামাঞ্চলের মানুষের বিনোদনে এমন ব্যতিক্রমী খেলা আরো বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।”
ঢাকা/বাদশাহ/মাসুদ