ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল সরকার বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে বাসচালক মো. রিপন (৪০) ও ট্রাক্টরচালক মো. রতনকে (২৫)। রিপন ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার বাসিন্দা এবং রতন ফুলপুর উপজেলার বাশাটি গ্রামের। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কয়েকজনসহ মোট আটজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০২০ জুন ২০২৫

এতে আরও উল্লেখ করা হয়েছে, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মাহেন্দ্রে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। একই সঙ্গে ঘটনাস্থলে লাইসেন্সবিহীন একটি ট্রাক্টর রাতের বেলায় সড়কে দাঁড়িয়ে ছিল, যা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্ঘটনার অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাদি বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করলে তা হস্তান্তর করা হয়। মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ঘটন য় দ র ঘটন

এছাড়াও পড়ুন:

বৃষ্টির দাপট চলবে আরো কয়েকদিন, কমবে পরের সপ্তাহে

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের মধ্যে দিয়ে পার হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ। মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে ঢাকাসহ দেশের অধিকাংশ বিভাগেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বজায় থাকলেও পরের সপ্তাহে তা কিছুটা হ্রাস পেতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৭ আগস্ট) রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়কালে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কয়েকদিনের বৃষ্টিতে দেশের কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, সেসব স্থানে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদ-নদীর পানি বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলেও জানানো হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১০২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুর ও পটুয়াখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন জি কে শামীম
  • ময়মনসিংহ কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
  • পাল্লা দিয়ে চলছিল দুটি বাস, একটি উল্টে আহত ৮
  • এক দিন রিকশা চালান, আরেক দিন কারুপণ্য বানান ময়মনসিংহের জাহাঙ্গীর
  • বৃষ্টির দাপট চলবে আরো কয়েকদিন, কমবে পরের সপ্তাহে