ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানির ঘটনায় মামলা
Published: 22nd, June 2025 GMT
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল সরকার বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে বাসচালক মো. রিপন (৪০) ও ট্রাক্টরচালক মো. রতনকে (২৫)। রিপন ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার বাসিন্দা এবং রতন ফুলপুর উপজেলার বাশাটি গ্রামের। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কয়েকজনসহ মোট আটজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০২০ জুন ২০২৫এতে আরও উল্লেখ করা হয়েছে, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মাহেন্দ্রে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। একই সঙ্গে ঘটনাস্থলে লাইসেন্সবিহীন একটি ট্রাক্টর রাতের বেলায় সড়কে দাঁড়িয়ে ছিল, যা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্ঘটনার অনুকূল পরিবেশ সৃষ্টি করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাদি বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করলে তা হস্তান্তর করা হয়। মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে খানকা শরিফে ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৬০
ময়মনসিংহ নগরের সুতিয়াখালী বাজারে ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গতকাল দুপুরে একদল লোক সেখানে ভাঙচুর চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের সুতিয়াখালী বাজারে প্রায় ১৭ বছর আগে স্থানীয় উসমান গণি ফকির সরকারি জমিতে একটি ঘর তুলে ওই খানকা প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি ভক্তদের নিয়ে আড্ডা দিতেন। স্থানীয় ব্যক্তিদের কাছে এটি ‘গণি ফকিরের আস্তানা’ নামে পরিচিত। প্রতি শুক্রবার রাতে সেখানে সামা-কাওয়ালি গানের আয়োজন করা হতো। সম্প্রতি একদল মুসল্লি এই অনুষ্ঠানকে ‘অসামাজিক’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।
সুতিয়াখালী বাজারে ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামে একটি খানকা ভাঙচুর করে কিছু মানুষ