রাবাদার ব্যাটে ইতিহাস: ১১ নম্বরে ভাঙলেন ১১৯ বছরের পুরনো রেকর্ড
Published: 22nd, October 2025 GMT
বল হাতে যিনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ভরসা, সেই কাগিসু রাবাদা এবার ব্যাট হাতে লিখলেন ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ভেঙে দিলেন ১১৯ বছর পুরোনো রেকর্ড। হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে একাদশ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক।
মাত্র ৩০ বছর বয়সী এই পেসার যখন ক্রিজে নামেন, তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের শততম ওভার চলছে। শেষ ব্যাটার হিসেবেই নামা রাবাদা সেই জায়গা থেকে খেললেন এক অনন্য ইনিংস। ৭২ বলে ৭১ রান, চারটি চার ও চারটি ছক্কায়। তার সঙ্গে ১০ম উইকেট জুটিতে সেনুরান মুথুসামি যোগ করেন ৮৯ রানের ইনিংস। দু’জনে মিলে গড়েন ৯৮ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ। যা দক্ষিণ আফ্রিকাকে ৪০৪ রানের বড় সংগ্রহে তোলে এবং প্রথম ইনিংসে এনে দেয় ৭১ রানের লিড।
আরো পড়ুন:
আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের বিরল জয়
অভিষেকেই ইতিহাস: ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আসিফ আফ্রিদি
রাবাদার এই ইনিংসেই ভাঙে বার্ট ভোগলারের ১৯০৬ সালে গড়া রেকর্ড। যিনি কেপ টাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৬২ রান। এক শতাব্দীরও বেশি সময় পর অবশেষে সেই রেকর্ডে নাম লেখালেন রাবাদা।
দক্ষিণ আফ্রিকার হয়ে একাদশ নম্বর ব্যাটারের সর্বোচ্চ ইনিংসসমূহ:
কাগিসো রাবাদা - ৭১ রান বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি, ২০২৫),
বার্ট ভোগলার - ৬২* রান বনাম ইংল্যান্ড (কেপ টাউন, ১৯০৬),
প্যাট সিমকক্স - ৫৪ রান বনাম অস্ট্রেলিয়া (অ্যাডিলেড, ১৯৯৮),
মর্নে মরকেল - ৪০ রান বনাম নিউজিল্যান্ড (ওয়েলিংটন, ২০১৭),
ডেন প্যাটারসন - ৩৯ রান বনাম ইংল্যান্ড (গেকেবেরা, ২০২০)।
রাবাদা যদিও দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভেঙেছেন, তবে বিশ্ব রেকর্ডটি এখনও অস্ট্রেলিয়ার অ্যাশটন আগারের দখলে। যিনি ২০১৩ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ রান করেছিলেন। তবে এই তালিকায় রাবাদা আছেন পাঁচ নম্বরে।
টেস্টে একাদশ নম্বর ব্যাটারের সর্বোচ্চ ইনিংস:
অ্যাশটন আগার (অস্ট্রেলিয়া) - ৯৮ রান বনাম ইংল্যান্ড (২০১৩),
টিনো বেস্ট (ওয়েস্ট ইন্ডিজ) - ৯৫* রান বনাম ইংল্যান্ড (২০১২),
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) - ৮১ রান বনাম ভারত (২০১৪),
জহির খান (ভারত) - ৭৫ রান বনাম বাংলাদেশ (২০০৪),
কাগিসু রাবাদা (দক্ষিণ আফ্রিকা) - ৭১ রান বনাম পাকিস্তান (২০২৫)।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন বন ম ই ল য ন ড ৭১ র ন র কর ড
এছাড়াও পড়ুন:
১৫ বছর পর আবারও বিশ্ব সাইবার গেমসে বাংলাদেশ
বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) ২০২৫ গ্লোবাল ফাইনালের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দল ঘোষণা করেছে ই-স্পোর্টস বাংলাদেশ। ই-স্পোর্টস বাংলাদেশ ডব্লিউসিজির বাংলাদেশের আনুষ্ঠানিক আঞ্চলিক অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছে।
১৫ বছর পর বাংলাদেশ আবারও ফিরে যাচ্ছে বৈশ্বিক ই–স্পোর্টসের মূল মঞ্চে। ১২ থেকে ১৪ ডিসেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় ডব্লিউসিজি ক্রিয়েটর রামবেল: গ্লোবাল ফাইনালস ২০২৫ প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের চারজন প্রতিযোগী।
বাংলাদেশ দলে আছেন মো. সৈকত ইসলাম (গেমিং নাম ইটজ কাব্য, কুষ্টিয়া), নয়ন হোসেন (এপোলো গেমিং, যশোর), মো. রায়হান (হেডশট কিং, নারায়ণগঞ্জ) ও মো. তানভীর আহমেদ (টাইমবার্নার জিজি, ঢাকা)।
ই-স্পোর্টস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও সুমিত সাহা বলেন, ‘অবশেষে বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ পেল। ১৫ বছর পর বাংলাদেশ আবারও বিশ্ব সাইবার গেমসে অংশ নিচ্ছে—এটি আমাদের দেশের গেমিং সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক অর্জন। এখন সময় এসেছে আমাদের প্রতিভা, পরিশ্রম, আবেগ এবং সৃজনশীলতাকে বিশ্বমঞ্চে তুলে ধরার।’
ই-স্পোর্টস বাংলাদেশ আশা করছে, এই আন্তর্জাতিক অংশগ্রহণ তরুণ প্রজন্মের ক্রিয়েটর সংস্কৃতি, ই–স্পোর্টস শিল্প এবং ডিজিটাল প্রতিভা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।