রাবাদার ব্যাটে ইতিহাস: ১১ নম্বরে ভাঙলেন ১১৯ বছরের পুরনো রেকর্ড
Published: 22nd, October 2025 GMT
বল হাতে যিনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ভরসা, সেই কাগিসু রাবাদা এবার ব্যাট হাতে লিখলেন ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ভেঙে দিলেন ১১৯ বছর পুরোনো রেকর্ড। হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে একাদশ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক।
মাত্র ৩০ বছর বয়সী এই পেসার যখন ক্রিজে নামেন, তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের শততম ওভার চলছে। শেষ ব্যাটার হিসেবেই নামা রাবাদা সেই জায়গা থেকে খেললেন এক অনন্য ইনিংস। ৭২ বলে ৭১ রান, চারটি চার ও চারটি ছক্কায়। তার সঙ্গে ১০ম উইকেট জুটিতে সেনুরান মুথুসামি যোগ করেন ৮৯ রানের ইনিংস। দু’জনে মিলে গড়েন ৯৮ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ। যা দক্ষিণ আফ্রিকাকে ৪০৪ রানের বড় সংগ্রহে তোলে এবং প্রথম ইনিংসে এনে দেয় ৭১ রানের লিড।
আরো পড়ুন:
আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের বিরল জয়
অভিষেকেই ইতিহাস: ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আসিফ আফ্রিদি
রাবাদার এই ইনিংসেই ভাঙে বার্ট ভোগলারের ১৯০৬ সালে গড়া রেকর্ড। যিনি কেপ টাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৬২ রান। এক শতাব্দীরও বেশি সময় পর অবশেষে সেই রেকর্ডে নাম লেখালেন রাবাদা।
দক্ষিণ আফ্রিকার হয়ে একাদশ নম্বর ব্যাটারের সর্বোচ্চ ইনিংসসমূহ:
কাগিসো রাবাদা - ৭১ রান বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি, ২০২৫),
বার্ট ভোগলার - ৬২* রান বনাম ইংল্যান্ড (কেপ টাউন, ১৯০৬),
প্যাট সিমকক্স - ৫৪ রান বনাম অস্ট্রেলিয়া (অ্যাডিলেড, ১৯৯৮),
মর্নে মরকেল - ৪০ রান বনাম নিউজিল্যান্ড (ওয়েলিংটন, ২০১৭),
ডেন প্যাটারসন - ৩৯ রান বনাম ইংল্যান্ড (গেকেবেরা, ২০২০)।
রাবাদা যদিও দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভেঙেছেন, তবে বিশ্ব রেকর্ডটি এখনও অস্ট্রেলিয়ার অ্যাশটন আগারের দখলে। যিনি ২০১৩ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ রান করেছিলেন। তবে এই তালিকায় রাবাদা আছেন পাঁচ নম্বরে।
টেস্টে একাদশ নম্বর ব্যাটারের সর্বোচ্চ ইনিংস:
অ্যাশটন আগার (অস্ট্রেলিয়া) - ৯৮ রান বনাম ইংল্যান্ড (২০১৩),
টিনো বেস্ট (ওয়েস্ট ইন্ডিজ) - ৯৫* রান বনাম ইংল্যান্ড (২০১২),
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) - ৮১ রান বনাম ভারত (২০১৪),
জহির খান (ভারত) - ৭৫ রান বনাম বাংলাদেশ (২০০৪),
কাগিসু রাবাদা (দক্ষিণ আফ্রিকা) - ৭১ রান বনাম পাকিস্তান (২০২৫)।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন বন ম ই ল য ন ড ৭১ র ন র কর ড
এছাড়াও পড়ুন:
নয় মাসে সেনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪১.২৫ শতাংশ
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪১.২৫ শতাংশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (২০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৬ টাকা বা ১৬.৪৯ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.২৫ টাকা বা ৪১.২৫ শতাংশ।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭৬ টাকায়।
ঢাকা/এনটি/ইভা