শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জ’র সহযোগিতায় স্কুল ভিত্তিক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র উপ-পরিচালক মো: ইসমাইল হোসেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জ’র উপদেষ্টা ডা: শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র উপসহকারী পরিচালক মো: তারেক মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহেদুল হক, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, এনজিবি’র আহবায়ক মেহরাব হোসেন প্রভাত, বিউবোর প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের মোক্তাদির হোসেন রিদয় প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। বিজয়ীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিউবো মাধ্যমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ, (রাইহা তাসমিয়া, অরশিন রহমান, তাবাসসুম ইসলাম, শ্রেষ্ঠ বক্তা রাইহা তাসমিয়া), রানার্সআপ হয়েছে নারায়ণগঞ্জ ক্যামব্রিরিয়ান স্কুল এন্ড কলেজ (নাদিয়া আক্তার, ইসরাত জাহান সায়মা, মার্জিয়া বিনতে ইসলাম)।

রচনা প্রতিযোগিতায় ৮ম শ্রেণি থেকে প্রথম হয়েছেন, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইয়ারা জান্নাত, দ্বিতীয় হয়েছে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী হাসনা হেনা তাসনিম ও তৃতীয় হয়েছে একই শিক্ষা প্রতিষ্ঠানের শেখ মাহমুদা ইশরাক মায়িশা।

৯ম ও ১০ম শ্রেণি থেকে প্রথম হয়েছে বিউবো মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ’র দশম শ্রেণির শিক্ষার্থী রাইহা হাসমিয়া, দ্বিতীয় হয়েছে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ইভা, তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আফিয়া রাইসা।

চিত্রাঙ্কনে প্রথম হয়েছে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাকসির হোসেন, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মাইশা রহমান স্নিগ্ধা, তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী জ্যোতিরাদিত্য দেবনাথ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র ত য় হয় ছ প রস ক র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে শিশু গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক গৃহকর্মীকে (১২) ধর্ষণের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. রুহুল আমিনকে (৪১) কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন।

শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর চাচা নারায়ণগঞ্জ বন্দর থানায় মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে বলেন, ধর্ষণের মামলায় ডিএমপির ট্রাফিক পুলিশ কনস্টেবলকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুটি ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। গতকাল সোমবার দুপুরে কাউকে না জানিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনের সঙ্গে দেখা হয়। তিনি শিশুটিকে কৌশলে তাঁর নারায়ণগঞ্জের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে রাত আটটার দিকে ঢাকার গাড়িতে তুলে দেওয়ার সময় শিশুটি চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন রুহুল আমিনকে মারধরের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাস্থল বন্দর থানা এলাকা হওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যকে পরে বন্দর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই শিশুর চাচা ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জাসাস নেতা সাধুর রূহের মাগফিরাত কামনায় বিএনপি নেতা সানির দোয়া 
  • ওসমানের দোসররা বন্দরের মানুষকে নির্যাতিত নিপীড়িত করেছে : সাখাওয়াত
  • ২৬নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • সড়ক দুর্ঘটনা রোধে সকলের সচেতনতা বাড়াতে হবে : ডিসি
  •  আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে : যুবদল নেতা সাহেদ
  • না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে রেলওয়ে উপদেষ্টার বৈঠক 
  • প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ : ডিসি জাহিদুল
  • দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব : শিল্পপতি বাবুল
  • নারায়ণগঞ্জে শিশু গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে