যুক্তরাষ্ট্রের হামলার পর এখনো কি কূটনীতির সুযোগ আছে- এমন প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “এই মুহূর্তে নয়।”

তিনি আরো বলেছেন, “কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত কিন্তু এই মুহূর্তে তা খোলা নেই। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের মুখে পড়েছে এবং আমাদের অবশ্যই আমাদের বৈধ আত্মরক্ষার অধিকারের ভিত্তিতে জবাব দিতে হবে।”

আরাগচি যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের এক ‘অমার্জনীয় লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন।

আরো পড়ুন:

আলজাজিরার বিশ্লেষণ
ইরানের ফোরদো কী? যুক্তরাষ্ট্রের বোমায় এটি কি ধ্বংস হয়ে গেছে?

‘সর্বশক্তি’ দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিহতের ঘোষণা ইরানের

ইরানে মার্কিন হামলার পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে ইরানকে আবারো আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানানো হয়েছে। এমন আহ্বানের পর কড়া ভাষায় প্রতিক্রিয়া দেখান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। তিনি প্রশ্ন তুলেছেন, “যে আলোচনার টেবিল ইরান কখনো ছাড়েনি, সেখানে কীভাবে ফিরে আসবে?”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “গত সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, আর ঠিক তখনই ইসরায়েল সেই কূটনীতি উড়িয়ে দিল। এবার আমরা ইইউর সঙ্গে বৈঠকে বসেছি, তখন আবার যুক্তরাষ্ট্র তা উড়িয়ে দিল। এবার আপনি বলুন, এই পরিস্থিতিতে দায়টা কার?”

তিনি আরো লেখেন, “ব্রিটেন ও ইইউর উচ্চ প্রতিনিধিরা বলছেন, ইরানকে আলোচনায় ফিরতে হবে। কিন্তু ইরান তো কখনো আলোচনার টেবিল ছাড়েইনি।”

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল য ক তর ষ ট র র

এছাড়াও পড়ুন:

ফোডেনের জোড়া গোল, ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি ৪:১ ডর্টমুন্ড

আর্লিং হলান্ডের জন্য ম্যাচটা ছিল সাবেক ক্লাবের সঙ্গে সাক্ষাতের। সেই সাক্ষাৎ তিনি রাঙিয়েছেন গোল করে। গোল করেছেন রায়ান চেরকিও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে আজ ম্যানচেস্টার সিটির হয়ে সব আলো কেড়েছেন ফিল ফোডেন।

গোল করেছেন দুটি, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

সব মিলিয়ে তিনজনের গোলদাতার খাতায় নাম লেখানোর ম্যাচে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

বিস্তারিত আসছে।

সম্পর্কিত নিবন্ধ