হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র: ইরানের বিপ্লবী গার্ড
Published: 22nd, June 2025 GMT
যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শনিবার মধ্যরাতের পর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় আজকের বোমা হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র।
আজ রোববার এক বিবৃতিতে আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের অতীতেও এমন ব্যর্থ হামলা করে। এসব ব্যর্থ হামলার পুনরাবৃত্তি মার্কিনীদের কৌশলগত অক্ষমতা প্রদর্শন করে। এবারের ইরানে হামলা মধ্যপ্রাচ্যের বাস্তবতার প্রতি অবহেলা প্রদর্শন করে।
বিবৃতিতে আইআরজিসি বলছে, বারবারের ব্যর্থ হামলা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নেওয়ার পরিবর্তে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এবারের হামলায় অংশ নিয়ে ওয়াশিংটন আগ্রাসনের সামনের সারিতে এসে দাঁড়িয়েছে।
ইরানের আধা সামরিক বাহিনী জানিয়েছে, আমরা আজকের হামলায় অংশ নেওয়া মার্কিন বিমানগুলো কোথায় থেকে উড্ডয়ন হয়েছে, সেসব স্থানগুলো ‘শনাক্ত’ এবং পর্যবেক্ষণ করা হয়েছে।
সতর্ক করে আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার এবং আকার কোনো শক্তি নয়। বরং এর ফলে এই অঞ্চলে তাদের দুর্বলতা দ্বিগুণ করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র আইআরজ স
এছাড়াও পড়ুন:
ফোডেনের জোড়া গোল, ডর্টমুন্ডকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি ৪:১ ডর্টমুন্ড
আর্লিং হলান্ডের জন্য ম্যাচটা ছিল সাবেক ক্লাবের সঙ্গে সাক্ষাতের। সেই সাক্ষাৎ তিনি রাঙিয়েছেন গোল করে। গোল করেছেন রায়ান চেরকিও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে আজ ম্যানচেস্টার সিটির হয়ে সব আলো কেড়েছেন ফিল ফোডেন।
গোল করেছেন দুটি, দুটিই বক্সের বাইরে থেকে। গোলের ধরনে যা প্রায় দেড় যুগ পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছে।
সব মিলিয়ে তিনজনের গোলদাতার খাতায় নাম লেখানোর ম্যাচে ম্যানচেস্টার সিটি বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
বিস্তারিত আসছে।