তেহরান থেকে প্রথম ধাপে দেশে ফিরবেন ২৫ জন
Published: 22nd, June 2025 GMT
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ জন বাংলাদেশির তালিকা তৈরি করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ জন বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশিরা স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। পাকিস্তান সরকার এই বিষয়ে অনুমতি দিয়েছে।
সেখান থেকে তারা দুবাই হয়ে আকাশপথে বাংলাদেশে ফিরবেন। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২৫ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরো পড়ুন:
পণ্য আমদানি করতে বিদেশে পাঠানো যাবে ১ লাখ ডলার
ব্যাংকিং খাত সংস্কারে এডিবির ৬১৫০ কোটি টাকা ঋণ অনুমোদন
কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে, সম্ভবত ২৫-২৬ জুন, তেহরান থেকে বাংলাদেশিদের প্রথম ধাপ ইসলামাবাদে প্রবেশ করবে। পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে তাদের দেশটি ত্যাগ করতে হবে।
আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুর দিকেই প্রথম ধাপে বাংলাদেশিরা দেশে ফিরতে শুরু করবেন।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রথম ধ প
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা/কাওছার/এস