এক লাখ শিক্ষক নিয়োগে আবেদন শুরু, ফি ১০০০ টাকা
Published: 23rd, June 2025 GMT
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে আবেদন শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় আগামী ১৩ জুলাই। আবেদনকারীর বয়স ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন ফি এক হাজার টাকা। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে কোনো নারী কোটা থাকবে না।
১ লাখ ৮২২ জনের মধ্যে স্কুল ও কলেজে নেওয়া হবে ৪৬ হাজার ২১১ জন, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নেওয়া হবে ১ হাজার ১১০ জন।
যেভাবে আবেদনঅনলাইনে আবেদন ফি দেওয়া–সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা (ডেমো) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় একটিমাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৫)–এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্সে পাওয়া যাবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন জাল সনদধারী, মাদক মামলার সেই আসামি
পদ হারালেন জাল সনদ দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের সভাপতি হওয়া মোহাম্মদ আলী। আজ বুধবার বিকেলে তাঁর সভাপতির পদ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বোর্ড চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। এর আগে সনদ যাচাইয়ের দুই সদস্যের যাচাই কমিটি করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
সনদ জাল করার পাশাপাশি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকারও অভিযোগ ওঠে। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৮ অক্টোবর বোয়ালখালীতে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে মোহাম্মদ আলীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা হয়। এ মামলায় ২০২২ সালের ২২ জুলাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। বর্তমানে মাদক মামলাটি বিচারাধীন।
আরও পড়ুনমাদক মামলার আসামি, দিয়েছেন ‘জাল’ সনদ, তবু তিনি স্কুল কমিটির সভাপতি৩১ জুলাই ২০২৫এ নিয়ে গত ৩১ জুলাই প্রথম আলোর অনলাইনে ‘মাদক মামলার আসামি, দিয়েছেন “জাল” সনদ, তবু তিনি স্কুল কমিটির সভাপতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মাদক মামলার আসামিকে বিদ্যালয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়ার সমালোচনা করেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সভাপতি নিয়োগের সময় মোহাম্মদ আলী তাঁর স্নাতকের সনদে উল্লেখ করেছেন, ২০০৩ সালে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। সনদ জালের অভিযোগের পর সেটি সাউদার্ন ইউনিভার্সিটিতে পাঠায় বোর্ড। সাউদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সনদটি জাল। এই নামে কোনো বিভাগ তাদের নেই। যেটি আছে, সেটির নাম ইসলামিক স্টাডিজ। ওই বিভাগ চালু হয়েছে ২০১০ সালে।
আরও পড়ুনজাল সনদে মাদক মামলার আসামি স্কুল সভাপতি, শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি গঠন০৪ আগস্ট ২০২৫মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই সদস্যের যাচাই কমিটি করেছিলাম। কমিটি প্রতিবেদন দিয়েছে। সেখানে সনদটি জাল বলে প্রতিবেদন দিয়েছে সাউদার্ন। নিয়ম অনুযায়ী উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদ থেকে মোহাম্মদ আলীকে বাদ দেওয়া হয়েছে।’
গত বছরের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর ও স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস। জাল সনদ ব্যবহার করে মোহাম্মদ আলী সভাপতি হন এ বছরের ২৪ মার্চ। ছয় মাসের জন্য চার সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।