দাবি না মানলে এনবিআরের সব দপ্তর হবে ‘কমপ্লিট শাটডাউন’
Published: 23rd, June 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ নানা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে সব দপ্তর কমপ্লিট শাটডাউনের হুমকি দিয়েছে সংগঠনটি। এর পাশাপাশি ‘কলম বিরতি’ কর্মসূচি অব্যাহত থাকবে।
সোমবার (২৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি এনবিআরের অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা। এর আগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাফনের কাপড় পরে কলম বিরতি পালন করেন।
সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, আপনারা জানেন, অনেককে সম্প্রতি বদলি করা হয়েছে। এসব বদলির আদেশ বাতিল করতে হবে। এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। যদি তা না করা হয়, তাহলে কর্মকর্তা-কর্মচারীরা সব দপ্তর কমপ্লিট শাটডাউন করবে।
আরো পড়ুন:
র্যাগিং বন্ধ ও নিরাপত্তার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের অবস্থান
তারা বলেন, রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনতে এনবিআর গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কারবিষয়ক কমিটি বাতিল করে আজকের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করতে হবে। বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ সদস্যদের বাদ দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির বিষয়ে ঐক্য পরিষদ জানায়, মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি, কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ অব্যাহত থাকবে। নতুন কোনো বদলির আদেশ হলে ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করা হবে।
আগামী ২৭ জুনের মধ্যে কর কর্মকর্তাদের বদলি আদেশ বাতিল না করা হলে এবং এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর ‘কমপ্লিট শাটডাউন’ করা হবে।
ঢাকা/এনএফ/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনব আর কর মকর ত অবস থ ন নত ন ক ত ন কর
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পাওয়ার পর নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে গণসংযোগ করেছেন দীপেন দেওয়ান। দলের ভারপ্রাপ্ত চেয়ামর্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রগঠনের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে সাপ্তাহিক হাটে আসা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
আরো পড়ুন:
জাতীয় নির্বাচন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
মানুষ ধানের শীষের প্রার্থীকে জয়ী করবে: টুকু
এ সময় দীপেন দেওয়ান বলেন, ‘‘দেশের উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করেছে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, যেন মানুষ বুঝতে পারে; পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।’’
বিএনপির এই প্রার্থী আরো বলেন, ‘‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র হবে জনগণের হাতে, আর রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম।’’
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান প্রমুখ।
ঢাকা/শংকর/বকুল