বুবলীর ফোনে শাকিবের নাম কী নামে সেভ করা আছে?
Published: 3rd, July 2025 GMT
বেশিরভাগ মানুষ ভালোবাসার মানুষের একটি পছন্দসই নাম দিয়ে নেন। চিত্রনায়িকা শবনম বুবলীও ব্যতিক্রম নন। তিনি তার ভালোবাসার মানুষ চিত্রনায়ক শাকিব খানকে কি নামে ডাকেন জানেন?
একটি সাক্ষাৎকারে শবনম বুবলীকে প্রশ্ন করা হয়েছিলো, শাকিব খানকে আপনি কী নামে ডাকেন?—বুবলী হেসে দিয়ে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর প্রশ্ন করা হয় ‘আপনার ফোনে শাকিব খানের নাম কী নামে সেভ করা আছে?’—বুবলী হেসে উত্তর দেন, ‘হোম’ নামে সেভ করা করা আছে।
‘হোম’ অর্থ বাড়ি। আর বাড়ি মানে আশ্রয়স্থল। কে কার কতটুকু আশ্রয়স্থল হতে পারলো সে গল্প অনেকটা রহস্যমোড়ানো। তবে এক সময় উথাল-পাথাল প্রেমে মজেছিলেন দুইজন। সে সময় শাকিব খানও বুবলীকে ভালোবেসে নাম দিয়েছিলেন।
আরো পড়ুন:
‘শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন’
শাকিব খানকে নিয়ে বাঁধনের পোস্ট
শাকিব খান বুবলীকে ভালোবেসে কী নামে ডাকতেন—এমন প্রশ্নের জবাবে বুবলী জানিয়েছেন, ‘‘এটা শাকিবের মুডের ওপর নির্ভর করে। বেশির ভাগ সময়ই বুবলী বলে ডাকতেন। কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন।’’
উল্লেখ্য, শাকিব খান বুবলীর সম্পর্ক এখন অনেকটাই শীতল।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার