বুবলীর ফোনে শাকিবের নাম কী নামে সেভ করা আছে?
Published: 3rd, July 2025 GMT
বেশিরভাগ মানুষ ভালোবাসার মানুষের একটি পছন্দসই নাম দিয়ে নেন। চিত্রনায়িকা শবনম বুবলীও ব্যতিক্রম নন। তিনি তার ভালোবাসার মানুষ চিত্রনায়ক শাকিব খানকে কি নামে ডাকেন জানেন?
একটি সাক্ষাৎকারে শবনম বুবলীকে প্রশ্ন করা হয়েছিলো, শাকিব খানকে আপনি কী নামে ডাকেন?—বুবলী হেসে দিয়ে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর প্রশ্ন করা হয় ‘আপনার ফোনে শাকিব খানের নাম কী নামে সেভ করা আছে?’—বুবলী হেসে উত্তর দেন, ‘হোম’ নামে সেভ করা করা আছে।
‘হোম’ অর্থ বাড়ি। আর বাড়ি মানে আশ্রয়স্থল। কে কার কতটুকু আশ্রয়স্থল হতে পারলো সে গল্প অনেকটা রহস্যমোড়ানো। তবে এক সময় উথাল-পাথাল প্রেমে মজেছিলেন দুইজন। সে সময় শাকিব খানও বুবলীকে ভালোবেসে নাম দিয়েছিলেন।
আরো পড়ুন:
‘শাকিব বাংলাদেশের বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন’
শাকিব খানকে নিয়ে বাঁধনের পোস্ট
শাকিব খান বুবলীকে ভালোবেসে কী নামে ডাকতেন—এমন প্রশ্নের জবাবে বুবলী জানিয়েছেন, ‘‘এটা শাকিবের মুডের ওপর নির্ভর করে। বেশির ভাগ সময়ই বুবলী বলে ডাকতেন। কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন।’’
উল্লেখ্য, শাকিব খান বুবলীর সম্পর্ক এখন অনেকটাই শীতল।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সুইমিংপুলে নারীর ছবি দিয়ে ফারিয়া বললেন, গায়ের রং মেলে না
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রীর ছবি বিকৃত করে ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়।
যদিও পরবর্তীতে জানা যায় ছবিটা তার নয়। আবারও সেই একই ঘটনার মুখোমুখি শবনদম ফারিয়া।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন শবনম ফারিয়া। যেখানে সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করেছেন তিনি।
সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘ভাই এডিট করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?’ এরপর যার ছবি শেয়ার করেছেন সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দিয়ে দিয়েছেন ক্যাপশনে।
শবনম ফারিয়ার পোস্টে একের পর এক মন্তব্য করছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘এদেরকে আইনের আওতায় আনেন।’ অপর একজনের মন্তব্য, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার জোর দাবি করছি।’ কারো মন্তব্য, ‘অনলাইনে গ্রাফিক্স এর কোর্স করার ফল।’
এর আগেও শবনম ফারিয়ার এডিট করা ছবি ভাইরাল হয়েছিল। অভিনেত্রীর নাম করে দুটি ছবি পোস্ট করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।
তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী শবনম ফারিয়ার নয়। বিষয়টি নিয়ে পোস্ট করেছিলেন ফারিয়া নিজেও। এবার আবারও একইরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী। তবে এ ধরনের কর্মকাণ্ড যে বেশ মজার ছলেই নিচ্ছেন শবনম ফারিয়া, নিজের পোস্টেই তা উল্লেখ করেছেন শবনম ফারিয়া।