নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় জেলা কৃষকলীগের সদস্য ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হুদা লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে পৌর শহরের কাজিহাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

ডোমারে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৩

টেকনাফে সাবেক ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একটি মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এরপর রেলস্টেশন সংলগ্ন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে ঘরে অবস্থানরত বিএনপি নেতার কাছে পৌঁছাতে না পেরে তারা চলে যায়।

পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর সরকার পরিবর্তনের পর ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০ জনের নাম উল্লেখ ও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে নাজমুল হুদা লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আমিনুল ইসলাম বলেন, “নাশকতা মামলায় গ্রেপ্তার নাজমুল হুদা লিটনকে আজ আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/ইবাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম মল আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কাটেনি। দেশজুড়ে এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার প্রথম মামলার রায়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরাশক্তি দেশ রায় ও আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। 

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতার কথা বললেও তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ করা যাচ্ছে। এখন আমাদের সামনে একটা বড় সুযোগ আসছে—ক্ষমতায় যাওয়ার সুযোগ। কিন্তু, সেটা যেন দলীয় বিশৃঙ্খলায় নষ্ট না হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, আমি হলেও না। সবাইকে হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে বড় চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলায় ধৈর্য ও সংযমের বিকল্প নেই। 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞান অর্জন জরুরি।”

উপজেলার মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবাদ/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর