ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ : বিবিএ ভর্তিতে আবেদন শেষ ১৬ নভেম্বর, বিস্তারিত তথ্য
Published: 9th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৫-২৬ সেশনে ৩৪ ব্যাচে বিবিএতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৫। ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষাগত যোগ্যতা১. এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের জন্য
২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। তাঁদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয়সহ) কমপক্ষে ৮.
২. আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের জন্য:
# যেসব প্রার্থী আইজিসিএসই/ও-লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় (গণিতসহ) এবং আইএএল/জিসিই এ-লেভেল পরীক্ষায় কমপক্ষে দুটি বিষয়ে (আইএএল/জিসিই–এর কমপক্ষে একটি বিষয়ের চূড়ান্ত ফলাফল এ-লেভেল অবশ্যই ২০২৫ সালে প্রকাশিত হতে হবে) যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল-এর সাতটি বিষয়ের মধ্যে প্রার্থীদের ন্যূনতম দুটি এ-গ্রেড পেতে হবে। শিক্ষার্থীদের আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল উভয় ক্ষেত্রেই ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট ৩.৫ (৫.০–এর মধ্যে) পেতে হবে। গ্রেড পয়েন্টের সমতা নিচের রকম: এ=৫.০, বি=৪.০, সি=৩.৫, এবং ডি=০.০।
# ও-লেভেল, এ-লেভেল অথবা দেশের বাইরের যেকোনো বোর্ডের প্রার্থীদের আবেদন প্রক্রিয়ার শুরুতেই ঢাবি থেকে ‘সমতা সার্টিফিকেট’ নিতে হবে। সমতা সার্টিফিকেট পেতে ঢাবি ভর্তি ওয়েবসাইট দেখতে হবে। যদি কোনো আবেদনকারী ঢাবি থেকে ‘সমতা সার্টিফিকেট’ পেতে কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে তাঁকে অবিলম্বে ‘আইবিএ হেল্পডেস্ক’-এ যোগাযোগ করতে হবে।
৩. যদি কোনো প্রার্থী ২০২৫ সালে বা তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএসহ যেকোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, তাহলে এই বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন না।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস১ ঘণ্টা আগেনির্বাচন পদ্ধতি১. পরীক্ষার দুটি উপাদান রয়েছে: লিখিত ও যোগাযোগ।
২. লিখিত পরীক্ষার উপাদানগুলো ইংরেজি ভাষা, গণিত ও বিশ্লেষণাত্মক দক্ষতায় আবেদনকারীর দক্ষতা মূল্যায়ন করে।
৩. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন আবেদনকারীকে সব বিভাগে ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে।
৪. লিখিত পরীক্ষায় তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে যোগাযোগ পরীক্ষার জন্য আবেদনকারীদের নির্বাচন করা হবে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে কোথায় পড়বেন: সিদ্ধান্ত নিতে মনে রাখুন ‘থ্রি–সি’৮ ঘণ্টা আগেআবেদন করতে হলেআবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে ১৬ নভেম্বরের মধ্যে ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)।
-আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা ১৬ নভেম্বর ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত)–এর মধ্যে জমা দিতে হবে।
-প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৪ থেকে ২৮ নভেম্বর ২০২৫, সকাল ৯টা পর্যন্ত।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://www.iba-du.edu অথবা https://admission.eis.du.ac.bd
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বব দ য পর ক ষ য র ২০২৫ কমপক ষ র জন য আইব এ
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
২০ নভেম্বর শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা আর ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।
ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/ সমমান ও ২০২৫ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তির নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।