চট্টগ্রামে চিনিগুঁড়া লিখে নিম্নমানের চাল বিক্রি, লাখ টাকা জরিমানা
Published: 8th, July 2025 GMT
নামী ব্র্যান্ডের চালের বস্তায় লেখা চিনিগুঁড়া চাল। দোকানি জানালেন, আমদানি করে আনা হয়েছে এসব চাল। তবে বস্তা খুলে দেখা গেল ভিন্ন চিত্র। তাতে নেই চিনিগুঁড়া চালের ঘ্রাণ। আবার চালের আকারও তুলনামূলক মোটা। চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে একটি দোকানে এমন চিত্র দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার নগরের বৃহৎ চালের আড়ত পাহাড়তলী বাজারে তদারকিতে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো.
কর্মকর্তারা জানান, আমদানি চাল দাবি করলেও কোনো কাগজপত্র ছিল না। সেখানে নামী কিছু ব্র্যান্ডের বস্তায় এসব চাল বিক্রি করা হচ্ছিল। কোনো সুগন্ধ না থাকলেও বস্তার গায়ে চিনিগুঁড়া চাল লিখে দিয়েছিলেন তাঁরা। ওজনেও কম দিচ্ছিল প্রতিষ্ঠানটি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ওজনে কম দেওয়া ও নিম্নমানের চাল ব্র্যান্ডের বস্তায় বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওজনে কম ও মূল্য তালিকা না থাকায় মেসার্স হক রাইস এজেন্সি ও মেসার্স আদর স্টোরকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদরে কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় "বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল" শীর্ষক প্রযুক্তি ভিত্তক ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র উপপরিচালক আ.জা. মু. আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোহাম্মদ জহিরুল হক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) অনন্ত সরকার।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারি কৃষক-কৃষাণীদের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে সার, বীজ এবং বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।