চট্টগ্রামে চিনিগুঁড়া লিখে নিম্নমানের চাল বিক্রি, লাখ টাকা জরিমানা
Published: 8th, July 2025 GMT
নামী ব্র্যান্ডের চালের বস্তায় লেখা চিনিগুঁড়া চাল। দোকানি জানালেন, আমদানি করে আনা হয়েছে এসব চাল। তবে বস্তা খুলে দেখা গেল ভিন্ন চিত্র। তাতে নেই চিনিগুঁড়া চালের ঘ্রাণ। আবার চালের আকারও তুলনামূলক মোটা। চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে একটি দোকানে এমন চিত্র দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার নগরের বৃহৎ চালের আড়ত পাহাড়তলী বাজারে তদারকিতে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো.
কর্মকর্তারা জানান, আমদানি চাল দাবি করলেও কোনো কাগজপত্র ছিল না। সেখানে নামী কিছু ব্র্যান্ডের বস্তায় এসব চাল বিক্রি করা হচ্ছিল। কোনো সুগন্ধ না থাকলেও বস্তার গায়ে চিনিগুঁড়া চাল লিখে দিয়েছিলেন তাঁরা। ওজনেও কম দিচ্ছিল প্রতিষ্ঠানটি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ওজনে কম দেওয়া ও নিম্নমানের চাল ব্র্যান্ডের বস্তায় বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওজনে কম ও মূল্য তালিকা না থাকায় মেসার্স হক রাইস এজেন্সি ও মেসার্স আদর স্টোরকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তা গ্রেপ্তার
নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুটি শাখা থেকে ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বাসা থেকে তাঁকে র্যাব গ্রেপ্তার করে।
র্যাব জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া এনআইডি কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে ব্যাংকের দুটি শাখা থেকে ঋণ হিসেবে ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে তার সত্যতা মেলে। অভিযোগের তদন্তে গত ২০ অক্টোবর ব্যাংকটির রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর এ ঘটনায় নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুটি মামলাও করে দুদক। এ ঘটনায় আলমগীর হোসেনকে বরখাস্ত করা হয়।
দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ব্যাংকের দুটি শাখা থেকে ৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুটি মামলা রয়েছে আলমগীর হোসেনের বিরুদ্ধে। তাঁকে র্যাবের সহায়তায় গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালীর উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, ‘আমাদের বিভিন্ন সদস্যদের নামে ঋণ দেখিয়ে আলমগীর হোসেন অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে।’