ছবি: ইনস্টাগ্রাম থেকে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুই টাইব্রেকারের রোমাঞ্চ, সোনারগাঁও-জাহাঙ্গীরনগর-ব্র্যাকের জয়োৎসব

প্রথমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। উচ্ছ্বাস–আনন্দে জমজমাট এক দিন কাটাল এই তিন দল। তিন দলই ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে টিকে থাকল। অন্যদিকে নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই বিদায় নিতে হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ তিন ম্যাচের দুটির নিষ্পত্তি টাইব্রেকারে। দিনের প্রথম ও শেষ ম্যাচ—দুটোতেই দেখা মিলেছে পেনাল্টি শুটআউটের উত্তেজনার।

শেষ ম্যাচে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লড়াই নির্ধারিত ৭০ মিনিটে ছিল গোলশূন্য। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের ঠিক আগে গোলকিপার বদল করে ব্র্যাক। তবে গোলকিপারকে বড় কোনো সেভ দিতে হয়নি। ইস্ট ওয়েস্টের একটি শট পোস্টের বাইরে, আরেকটি লাগে ক্রসবারে। ব্র্যাক টানা চারটি শটে গোল করে ৪–২ ব্যবধানে ওঠে পরের রাউন্ডে। ব্র্যাকের দলে খেলেন রুয়ান্ডার শিক্ষার্থী থিয়েরি সিমিউমুকিজা।

ম্যাচসেরা হয়েছেন ব্র্যাকের মিডফিল্ডার ও দলের সহ–অধিনায়ক ওয়াসি ইতমাম আঞ্জুম। উচ্ছ্বসিত ওয়াসি পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল জিতব। আমরা জিতেছি এবং এবার চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখি।’

ইউনিভার্সিটি অব স্কলার্স ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলার একটি মুহূর্ত

সম্পর্কিত নিবন্ধ