ফতুল্লায় গানের অনুষ্ঠান থেকে বের হওয়ার পর সুমন খলিফা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত সুমন খলিফা বরিশাল জেলার আগৈলজড়া থানার আন্দার মানিক গ্রামের মন্টু খলিফার পুত্র। সে তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া কে নিয়ে  সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ভাড়ায় বসবাস করতো।

বিষয়টি নিশ্চিত করে ও নিহতের স্ত্রী সোনিয়ার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানায়, নিহত সুমন খলিফার দ্বিতীয় স্ত্রী সোনিয়া বিভিন্ন গানের ক্লাবে গান গাইতো।  

রোববার রাত দশটার দিকে নিহত সুমন খলিফা তার স্ত্রী সোনিয়ার সাথে পঞ্চবটী মেথর খোলাস্থ সোহেল সরকারের গানের ক্লাবে আসে। রাতভর সোনিয়া সহ অন্যান্য শিল্পরা সেখানে গান করে। পরবর্তীতে সকালে নিহতের স্ত্রী বাসায় যাওয়ার জন্য প্রস্ততি নিলে স্বামীকে খুজে না পেয়ে থানায় আসে।  

একই সময় জরুরী সেবা-৯৯৯ ‘এ ফোন আসে যে মধ্যনগরে একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। বিষয়টি সোনিয়া কে অবগত করলে সে লাশের ছবি দেখে শনাক্ত করে নিহত ব্যক্তিটি তার স্বামী সুমন খলিফার।

তিনি আরও জানান, বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রীর ইতির সাথে বিচ্ছেদের পর দেড় বছর পূর্বে সোনিয়া কে বিয়ে করে নিহত সুমন খলিফা। প্রথম স্ত্রী ইতিও বিভিন্ন ক্লাবে গান করতো।

সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গানের ক্লাব থেকে কি ভাবে নিহত সুমন খলিফা ঘটনাস্থলে গেলো  এবং কেনোই বা তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরের মাথার পেছনে, পিঠে ও কোমরের ওপরে ছুরিকাঘাতের চিন্থ রয়েছে বলে তিনি জানান।

অপরদিকে নিহতের স্ত্রী সোনিয়ার সহোযোগি হারমোনিয়াম বাদক ইউনুস সরকার জানান, রাতভর গান শেষে ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে মিশুকযোগে সোনিয়া ও তার অপর সহোযোগি মতি দেওয়ান কে নিয়ে চিটাগাং রোডস্থ বাসায় যাবার পথে অক্টোঅফিস মোড়ে পৌছা মাত্র পেছন থেকে মোটর সাইকেল যোগে আসা তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে চাকু, চাপাতির ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর তারা থানায় আসে। তখন সোনিয়া ছিনতাইয়ের ঘটনার পাশাপাশি স্বামী নিখোঁজের বিষয়টি পুলিশ কে অবগত করে। পুলিশ তখন লাশ উদ্ধারের ঘটনাটি সোনিয়া কে জানায়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য য বক ন র য়ণগঞ জ ন হত র

এছাড়াও পড়ুন:

চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরীমণি

স্পষ্টভাষী, প্রাণচঞ্চল আর স্বাধীনচেতা স্বভাবের জন্য বরাবরই আলোচনায় থাকেন ঢালিউডের গ্ল্যামারঅভিনেত্রী পরীমণি। রিল থেকে রিয়েল—দুই জীবনের নানা সমালোচনাকে উপেক্ষা করে তিনি এখন দর্শকের কাছে একজন সংগ্রামী নারী, সফল উদ্যোক্তা ও মমতাময়ী মা হিসেবে পরিচিত। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাড়িকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আবারো আলোচনায় পরীমণি। রুচিশীল শাড়ি আর ঐতিহ্যবাহী সাজে নানা অনুষ্ঠানে নজর কাড়া এই নায়িকা লিখেছেন, “আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।” 

আরো পড়ুন:

শিক্ষার্থীর মাথা ফাটানো সেই শিক্ষককে নিয়ে পরীমণির ক্ষোভ

শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেলেন পরীমণি

মজার ছলে বিশেষ দ্রষ্টব্যও জুড়ে দিয়ে পরীমণি লিখেন, “যে ফেল করবা, সে আমাকে সিলেট ঘুরতে নিয়ে যাবা।” তার এমন ঘোষণা মুহূর্তেই ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক সাড়া। বহু অনুসারী মন্তব্য করে চ্যালেঞ্জে অংশ নেওয়ার আগ্রহ জানাচ্ছেন। 

অভিনয়ের পাশাপাশি পরীমণি এখন সফল উদ্যোক্তাও। নারী ও শিশুদের জন্য চালু করেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’। ব্র্যান্ডটিকে তিনি কেবল ব্যবসায়িক উদ্যোগ হিসেবে নয়, বরং ‘সন্তানসম’ আবেগের জায়গা থেকেও দেখেন। 

পরীমণি নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দেয় নতুন কিছু করতে। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।” 

শুধু ব্যবসা নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ তিনি। প্রতি তিন মাস পরপর ‘বডি’র সেলের একটি অংশ সুবিধাবঞ্চিত মা-শিশুদের জন্য বরাদ্দ রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা, সচেতনতা ও সহায়তা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। 

এদিকে, পরীমণির বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি চুক্তিবদ্ধ হয়েছেন ‘গোলাপ’ নামের নতুন সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন নিরব হোসাইন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ