ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই উপলক্ষ্যে মতামত গ্রহণ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকাল ৫টায় এ মতামত গ্রহণ কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী।

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও.

দ্বীন ইসলাম, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, দেশে আজ চাঁদাবাজদের দৌরাত্ম সীমাহীন বেড়ে গিয়েছে। তাদের কাছে মানুষের জীবন মূল্যহীন। এই হায়েনাদের দমন করার জন্য আরেকটি জুলাই আন্দোলন হাতছানি দিয়ে ডাকছে। 

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এতে সকল জনগণের ভোট মূল্যায়িত হবে। ভোট পঁচে গিয়েছে বলতে কোন কথা থাকবে না। সুতরাং সকল জনগণের ভোট আমাদের কাছে অত্যন্ত দামী। তাই দেশের জনগণের সমর্থনকে আমরা যথাযথ মূল দিতে এবং সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য পার্লামেন্ট চাই।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসল ম গ রহণ

এছাড়াও পড়ুন:

৬৯ শতাংশ মানুষ মনে করে ড. ইউনূস ভালো কাজ করছেন: জরিপ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন বলে মনে করেন দেশের ৬৯ শতাংশ মানুষ; ৭০ শতাংশ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তোষ প্রকাশ করেছে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশে পরিচালিত এক জরিপে এমন অবস্থার প্রতিফলন পাওয়া গেছে।

আরো পড়ুন:

প্রতি ভোটকক্ষে ২টি গোপন বুথ থাকবে: ইসি সচিব

‘তারেক রহমানের ফেরার বিষয়ে সকলকেই সহযোগিতা করা উচিত’

আইআরআইর অঙ্গপ্রতিষ্ঠান সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এই জরিপে উঠে এসেছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও অনেক। ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছে ৬৬ শতাংশ ভোটার। আর ২৩ শতাংশ ‘কিছুটা আগ্রহী’ বলে জানিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ লোক।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ‘স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।’

বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন জোহান্না কাও।

বাসস লিখেছে, আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে। নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য সংস্থাটি থেকে এই জরিপ করা হয়। 

আসন্ন নির্বাচন ঘিরে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর কাজ করছে।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে: উপদেষ্টা
  • না’গঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
  • বিপ্লবী নয়, বর্তমান সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত
  • ভ্যাট দিবস ১০ ডিসেম্বর: থাকছে না সেরা ভ্যাট দাতা সম্মাননা
  • ৬৯ শতাংশ মানুষ মনে করে ড. ইউনূস ভালো কাজ করছেন: জরিপ
  • খালেদা জিয়া শুধু বিএনপি সম্পদ নন, তিনি বাংলাদেশের সম্পদ : মাসুদুজ্জামান
  • খালেদা জিয়া শুধু বিএনপি সম্পদ নয়, তিনি বাংলাদেশের সম্পদ : মাসুদুজ্জামান
  • রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা
  • খালেদা জিয়ার সুস্থতা ও রুশোর রুহের মাগফেরাত কামনায় খোরশেদের দোয়া 
  • ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: জামায়াত আমির