নেশা করেই ‘দেবদাস’ অভিনেতার মৃত্যু, চলে যান ৪২ বছর বয়সে
Published: 13th, July 2025 GMT
ভারতীয় সিনেমার কিংবদন্তি কুন্দনলাল সায়গল, যাঁকে বলিউডের প্রথম সুপারস্টার বলা যায়, জীবনের শেষদিকে পড়েছিলেন এক ভয়ংকর নেশার জালে। মাত্র ৪২ বছর বয়সে, ভারতের স্বাধীনতার বছরে, তিনি পৃথিবী থেকে বিদায় নেন; পেছনে ফেলে যান তাঁর অনন্য সব স্মৃতি।
কুন্দনলাল সায়গল বা কে এল সায়গলের জন্ম জম্মুতে। ১৯৩৫ সালে নির্মিত ‘দেবদাস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেন জনপ্রিয়তার শিখর। তবে বাস্তব জীবনে তিনি ছিলেন যেন এক নিঃসঙ্গ দেবদাস; নেশার ঘোরে নিজেকে নিঃশেষ করে তোলা এক প্রতিভাবান মানুষ।
কলকাতা থেকে উত্থান
জীবনের শুরুতে জলন্ধরে বিভিন্ন খুচরা কাজ করতেন সায়গল। কখনো শিমলার হোটেলে কাজ, কখনো শাড়ি ও টাইপরাইটার বিক্রির সেলসম্যান। তবে গান ছিল তাঁর প্রাণ, আর সেই টানেই চলে যান কলকাতায়। তখনকার বিনোদন জগতের কেন্দ্রবিন্দু ছিল এই শহর।
কলকাতায় নিউ থিয়েটার্সের সঙ্গে মাসে ২০০ টাকার চুক্তিতে যুক্ত হন সায়গল। প্রথম দিকে সিনেমাগুলো সাড়া ফেলেনি, কিন্তু ১৯৩৪ সালে ‘চণ্ডীদাস’ ছবির গান ‘প্রেম নগর’ হিট হয়ে যায়। পরের বছরই আসে তাঁর ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ‘দেবদাস’।
‘আমি গাই শরীর দিয়ে নয়, আত্মা দিয়ে’
কিদার শর্মাকে একবার সায়গল বলেছিলেন, ‘আমি কোনো অভিনেতা নই। আগে সেলসম্যান ছিলাম, গান গাওয়া ছিল শখ।’ কিদার শর্মা তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘সায়গলের জীবনে দুটি নেশা ছিল, সংগীত আর মদ। একটি তাঁকে গড়ে তুলেছিল, আর অন্যটি শেষ করে দিয়েছিল।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জকসুর নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বুধবার জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জকসুর নির্বাচনী তফসিলের ক্রম-১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হলো। পরে নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতির কারণে নির্বাচনী তফসিলের ক্রম-১১ অনুযায়ী প্রার্থীদের ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বরের ডোপ টেস্টের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
তফসিল অনুযায়ী, জকসু নির্বাচনে ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এরপর ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রচার চালাতে পারবেন। ভোট গ্রহণ ২২ ডিসেম্বর।