ফতুল্লায় নাশকতার চেষ্টায় সক্রিয় হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা
Published: 18th, November 2025 GMT
স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলার পলাতক আসামিরা মাথা চারা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তথ্য মতে,ফতুল্লায় শামীম ওসমানের পুত্র অয়ন ওসামনের সহোযোগি ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ইউপি আব্দুল বাছেদ ও ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সবুজ নাশকতার পরিকল্পনা ও উত্তেজনা সৃষ্টির চক্রান্তে লিপ্ত রয়েছে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফতুল্লার কয়েকটি এলাকায় রাতের অন্ধকারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা এবং বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ানোর তৎপরতা লক্ষ্য করা যায়। দায়িত্বশীল জায়গায় থাকা কোনো ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেবে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে। কেউ নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
ব্রাকসুর তফসীল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান।
আরো পড়ুন:
ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ব্রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ
২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল ঘোষণার দাবি
তফসিলে বলা হয়েছে, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।
এছাড়া ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সবশেষ ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী