জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে তিনি এ ঘোষণা দেন। 

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে হান্নান লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না।”

তিনি আরো লেখেন, “জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে—তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।”

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

প্রেস উইং থেকে জানানো হয় হয়, আজ বিকেল ৫টায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। পাশপাশি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

রাজধানীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবি করে গ্রেপ্তার

রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করার অভিযোগে মো. রুবেল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুলশান থানা–পুলিশ। গতকাল শনিবার দুপুরে মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট সকালে টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তা সেরকান আকানের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নিজেকে এনএসআই গুলশান জোনের এডি পরিচয় দেন প্রতারক রুবেল হোসেন। পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলে তিনি প্রথমে পাঁচ হাজার টাকা এবং পরে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেরকানকে ভয়ভীতি দেখানো হয়।

টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি মোবাইল সিম ও বিভিন্ন লোকের পাসপোর্ট–সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত নিবন্ধ