ভবিষ্যতে যারাই রাষ্ট্রক্ষমতায় আসবে, তাদের জুলাই গণ–অভ্যুত্থানকে মনে রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্রক্ষমতায় আসবে, সে যেই হোক, এই জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, এই জুলাইয়ে শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানে এ কথা বলেন আসিফ মাহমুদ।

আজকের এই দিনে ছাত্র-জনতা গণভবন দখলে নিয়েছিলেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আজকের এই দিনে বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আর কখনো কোনো শাসক যেন শোষক হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, সে মেসেজ গত বছরের এই দিনে দেওয়া হয়েছিল।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জনগণ পূর্ববর্তী ইতিহাসেও স্বৈরাচার পতন নিশ্চিত করেছিল এবং ভবিষ্যতে এটি বারবার নিশ্চিত করবে। আমাদের শহীদেরা, আহতরা বাংলাদেশকে সর্বদা স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী রাখার যে পথ দেখিয়ে গেছে, তা আমরা সারা জীবন অনুসরণ করব।’

আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই ২০২৪–এ শেষ হয়ে যায়নি, আপনাদের এ জনসমাগম প্রমাণ করছে, জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সাথে, ভবিষ্যতের সাথে জুলাই সর্বদা জীবিত থাকবে।’

বেলা ১১টায় ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হয়। পরে দুপুর ১২টার পর অনুষ্ঠান শুরু হয়। এতে প্রথমে গান পরিবেশন করে সাইমুম শিল্পীগোষ্ঠী। এরপর কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরা গান পরিবেশন করেছেন।

ছবি: তানভীর হাসান

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র মন সরক র ক ষমত

এছাড়াও পড়ুন:

জুলাই ঘোষণাপত্র পাঠ ও গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন

ছবি: তানভীর আহাম্মেদ

সম্পর্কিত নিবন্ধ