যারাই ক্ষমতায় আসবে, জুলাইকে তাদের মনে রাখতে হবে: আসিফ মাহমুদ
Published: 5th, August 2025 GMT
ভবিষ্যতে যারাই রাষ্ট্রক্ষমতায় আসবে, তাদের জুলাই গণ–অভ্যুত্থানকে মনে রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্রক্ষমতায় আসবে, সে যেই হোক, এই জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, এই জুলাইয়ে শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে এ কথা বলেন আসিফ মাহমুদ।
আজকের এই দিনে ছাত্র-জনতা গণভবন দখলে নিয়েছিলেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আজকের এই দিনে বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আর কখনো কোনো শাসক যেন শোষক হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, সে মেসেজ গত বছরের এই দিনে দেওয়া হয়েছিল।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জনগণ পূর্ববর্তী ইতিহাসেও স্বৈরাচার পতন নিশ্চিত করেছিল এবং ভবিষ্যতে এটি বারবার নিশ্চিত করবে। আমাদের শহীদেরা, আহতরা বাংলাদেশকে সর্বদা স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী রাখার যে পথ দেখিয়ে গেছে, তা আমরা সারা জীবন অনুসরণ করব।’
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই ২০২৪–এ শেষ হয়ে যায়নি, আপনাদের এ জনসমাগম প্রমাণ করছে, জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সাথে, ভবিষ্যতের সাথে জুলাই সর্বদা জীবিত থাকবে।’
বেলা ১১টায় ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হয়। পরে দুপুর ১২টার পর অনুষ্ঠান শুরু হয়। এতে প্রথমে গান পরিবেশন করে সাইমুম শিল্পীগোষ্ঠী। এরপর কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরা গান পরিবেশন করেছেন।
ছবি: তানভীর হাসান
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধর্মের মর্মবাণী মানব কল্যাণ, শান্তি ও দেশপ্রেম: নৌপরিবহন উপদেষ্টা
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল ধর্মের মর্মবাণী মানব কল্যাণ, শান্তি ও দেশপ্রেম।
রবিবার ( ২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন কর্তৃক শুভ মহালয়া ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘সকল ধর্মই আমাদের অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়। আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।’’
শারদীয় দুর্গোৎসবকে বাংলাদেশের সার্বজনীন উৎসব উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘‘আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বাংলাদেশের সকলের উৎসব। এ উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচিত হয়, সমাজের সকল মানবসৃষ্ট ভেদাভেদ, বৈষম্য দূরীভূত হয় এবং সকলের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়।’’
দুর্গাপূজা উপলক্ষ্যে নৌপরিবহন উপদেষ্টা এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন কোনো স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম//